পবিত্র রমজান মাস উপলক্ষে লক্ষ্মীপুরে যুবলীগের উদ্যোগে শতাধিক দুস্থ ও দরিদ্র পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) সকালে লামচরী আজিজিয়া মাদরাসা মাঠে খাদ্য সামগ্রী তুলে দেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া।
বিতরণ করা খাদ্য পণ্যের মধ্যে ছিলো- তিন কেজি করে চাল, আধা কেজি সয়াবিন তেল, এক কেজি পেঁয়াজ, এক কেজি রসুন, ছোলা এক কেজি, এক কেজি চিনি ও এক কেজি করে সেমাই।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুরের যুবলীগ নেতা জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, দিপু মাহমুদসহ প্রমুখ