মাহমুদুর রহমান মনজু,স্টাফ রিপোর্টার ঃ
লক্ষ্মীপুরে মার্কস একটিভ স্কুল চেস চ্যাম্পস ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের উদ্যোগে জেলা স্টেডিয়াম হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন।
জেলা পুলিশের সহযোগিতা ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মংনেথোয়াই মারমা, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, বীর মুক্তিযোদ্ধা বনশ্রী পাল, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, ডিআইও-১ একেএম আজিজুর রহমান মিয়া, আরওআই অংশু কুমার দে, জেলা কমিউনিটি পুলিশিং সেল এর সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ ও জেলা ক্রীড়া সংস্থার দাবা কমিটির সাধারণ সম্পাদক রাজু হাসান।
এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন।