প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৪, ৩:২৩ পি.এম
লক্ষ্মীপুরে ভোক্তা ও প্রশাসনের অভিযানে জরিমানা আদায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালিত হয় বুধবার (৭ই ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
রায়পুর উপজেলার হাসপাতাল এলাকা ও ১০ নং চালতাতলা ব্রীজ এলাকায় ভোক্তা অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয় এবং রায়পুর উপজেলা প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার লক্ষ্মীপুর এর সহকারি পরিচালক নুর হোসেন রুবেল এবং (এসিল্যান্ড ) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরা খাতুন। সহযোগিতায় ছিলেন রায়পুর থানা পুলিশের একটি টিম।
ভোক্তার সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ৩ টি ফার্মেসিকে ৮০ হাজার টাকা ,কাঁচা সুপারিতে ক্ষতিকর হাইড্রোজ ও নিম্ন মানের রং মিশানো অবস্থায় সুপারি ব্যবসায়ীকে ৩০ জরিমানা করা হয়েছে। সর্বমোট ৪টি প্রতিষ্ঠানকে ১লাখ ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরা খাতুন জানান ভোক্তা অধিদপ্তর লক্ষ্মীপুর কর্তৃক জরিমানা ২০ হাজার এবং উপজেলা প্রশাসন রায়পুর কর্তৃক জরিমানা ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829