প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৩, ৯:১৭ পি.এম
লক্ষ্মীপুরে বিএনপি – জামায়াত প্রার্থী বিহীন ৪৯ জনের মনোনয়নপত্র দাখিল।
লক্ষ্মীপুরের ৪টি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৯ জন। এর মধ্যে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল পর্যন্ত জেলার ৪টি আসনে মোট ৪৩ জন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
প্রতিটি আসনে আওয়ামী লীগের (নৌকার) বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী ছাড়াও জাতীয় পার্টি,কল্যাণপার্টি, তৃণমূল বিএনপিসহ অন্যান্য দলের একাধিক প্রার্থীও মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-১ আসনে মোট ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. আনোয়ার হোসেন খান, জাতীয় পার্টির মাহামুদুর রহমান, তৃণমূল বিএনপি থেকে এম এ আউয়াল, তরিকত ফেডারেশন থেকে মো. শাহজালাল, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে নিয়াজ মাখলুম ফারুকী, ন্যাশনাল পিপলস পার্টি থেকে মোশাররফ হোসেনসহ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মো.ফারুক হোসেন, মো. হাবিবুর রহমান পবন, এম এ গোফরান, মো.শাহাবুদ্দিন মনোনয়নপত্র জমা দেন।
লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে আওয়ামী লীগের মনোনীত অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, সাবেক ছাত্রনেতা এএফ জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনা, এ এফ জসীম উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কল্যাণ পার্টির মো. ফরহাদ এছাড়া বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মো. শরীফুল ইসলাম, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে মো. মোরশেদ আলম,জাতীয় পার্টি থেকে মো. বোরহান উদ্দিন, জাসদ থেকে মো. আমির হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৫ জন। তাদের মধ্যে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ, জাকের পার্টি, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির প্রার্থী রয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর তালিকায় রয়েছেন ৫ জন।
এখানে আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক পিঙ্কু এমপি, জাতীয় পার্টির মুহাম্মদ রাকিব হোসেন, আব্দুর রহিম, তৃণমূল বিএনপি’র মো. নাঈম হাসান, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি মো. মাহাবুবুল করিম টিপু, জাকের পার্টির শামছুল করিম, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এম এ সাত্তার, আবুল হাশেম, মনীন্দ্র কুমার নাথ, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, আওয়ামী লীগ নেতা মুহাম্মদ মনিরুজ্জামান, দেলোয়ার হোসেন, খোকন চন্দ্র পাল মনোনয়নপত্র জমা দেন।
লক্ষ্মীপুর-৪ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন। এখানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ সোলায়মান, বিকল্পধারা বাংলাদেশ এর আবদুল মান্নানসহ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মাহামুদা বেগম, মো. মাহাবুবুর রহমান, মো. আবদুল্যা ও ইস্কান্দার মির্জা শামীম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, তত্তাবদায়ক সরকারের দাবীতে
বিএনপি - জামায়াত সহ প্রায় ৩০টি দল নির্বাচনে অংশগ্রহণ করেনি দ্বাদশ নির্বাচনে।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829