লক্ষ্মীপুরে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার, ১১ই অক্টোবর, সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে লক্ষ্মীপুর পৌরসভার শাখারীপাড়া, শ্যামসুন্দর জিউস আখড়া পূজা মন্ডপ ও কালি বাড়ি দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এ্যানি বলেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই। পূজা মন্ডপে ইসলামিক সংগীত, দুই ধর্মের অনুভূতির উপর আঘাত এনেছে। হিন্দু ধর্মালম্বীরা আমাদের ভাই। ধর্ম নিয়ে মসকারা করার কোনো সুযোগ নেই। যার যার ধর্ম সে সে পালন করবে। আমরা সম্প্রীতির বাংলাদেশ বিনির্মানে বিশ্বাসী।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব, সাবেক মেয়র সাহাব উদ্দিন সাবু, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, প্রফেসর নিজাম উদ্দিন, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন, সিনিয়র সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক এনাম, রাহাত, রাফি, নিরবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পূজা মন্ডপ পরিদর্শন শেষে বিভিন্ন উপহার প্রদান করা হয় এবং হিন্দু ধর্মালম্বীদের কোনো ষড়যন্ত্রে পা না দেয়ার অনুরোধ জানিয়ে যেকোনো পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস দেয়া হয়।