মাহমুদুর রহমান মনজু,স্টাফ রিপোর্টার:
নৈতিক শিক্ষা আর দ্বীনি শিক্ষার আলো ছড়ানোর লক্ষ্যে নিয়ে ২০১৮ সালে লক্ষীপুরের তেওয়ারিগঞ্জে হাজী বজল হক মিফতাহুল উলূম মাদ্রাসা ও এতিমখানা স্থাপিত হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দানশীল ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীসহ দলমত নির্বিশেষে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সহায়তা নিয়ে চলছে প্রতিষ্ঠানটি। শনিবার দুপুরে প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ এমরান আল মাহমুদের উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে বার্ষিক ওয়াজ ও মাহফিলের প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
এসময় তেওয়ারিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তেওয়ারিগঞ্জ ইউনিয়ন সভাপতি হাজি নুরুল আলম, ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক জসিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল, মাদ্রাসা শিক্ষক মাওলানা মুফতি নাজমুল সাকিবসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় সকলেই মাদ্রাসাটিতে শিক্ষার আলো ছড়াতে সহায়তার হাত বাড়ানোর দাবি জানান অতিথিরা।
প্রতিষ্ঠানের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক ইমাম উদ্দিনের সহযোগিতায় পরে মধ্যাহৃ ভোজ ও দোয়ার আয়োজন করে প্রতিষ্ঠানটি।