মাহমুদুর রহমান মনজু, স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুরের সোনাপুরে অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর গোফরানিয়া নুরানী মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাদ্রাসাটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবু সাঈদ মিয়াজীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
মাহফিলে প্রধান তাফসিরকারক হিসেবে ছিলেন, শরীয়তপুরের ডামুড্ডা হামিদীয়া কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী।
বিশেষ তাফসিরকারক ছিলেন, নোয়াখালীর সৌদিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম শরীফ ও সোনাপুর গোফরানিয়া নুরানী মাদ্রাসার মুহতামিম আবদুর রহমান।
অনুষ্ঠানে সাংবাদিক ফরিদুর রহমান, মাহমুদুর রহমান মনজু ও জুনায়েদ আহম্মেদ উপস্থিত ছিলেন।
এসময় জেলা কৃষকলীগের সভাপতি সিএম আবদুল্লাহ, লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, স্থানীয় চেয়ারম্যান অহিদুর রহমান, ইউপি সদস্য মাইন উদ্দিন ময়ূর ও পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আহম্মেদ পাটোয়ারীসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাহফিলে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন।
অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলকে সফল করতে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন মাষ্টার ও ইকবাল হোসেন টিপু, তারেক হোসেনসহ স্থানীয়রা সবার্ত্নক সহযোগিতা করায় ধন্যবাদ জানান আয়োজকরা।