ঢাকাশনিবার , ৩১ আগস্ট ২০২৪
  1. International
  2. অপরাধ
  3. আত্মহত্যা
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আমাদের সম্পর্কে
  7. ইসলাম
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চিকিৎসা
  11. জাতীয়
  12. ত্রাণ
  13. ত্রাণ বিতরণ
  14. দিনলিপি
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে বন্যা দুর্গতদের পাশে ভাইয়া গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩১, ২০২৪ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

 লক্ষ্মীপুরে বন্যা দুর্গত মানুষের পাশে দাড়িয়েছে দেশের ঐতিহ্যবাহী বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ভাইয়া গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ। প্রায় ৫শ পরিবারের মাঝে ত্রান-সাহায্য পৌঁছে দেন ভাইয়া গ্রুপের কর্মীরা।

শনিবার (৩১আগষ্ট) সকাল থেকে পৌর শহরের বিসিক শিল্প নগরী এলাকাসহ জেলার পানি বন্দী বিভিন্ন এলাকার মানুষদের মাঝ ভাইয়া গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর ও ভাইয়া হাউজিংয়ের চেয়ারম্যান মারুফ সাত্তার আলীর নির্দেশনায় এসব ত্রান-সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

লক্ষ্মীপুর জেলায় প্রায় ৮ লাখ মানুষ এখন ও পানি বন্দী অবস্থায় মানবতার জীবন যাপন করছেন। টানা বৃষ্টিতে এবং নোয়াখালী থেকে আসা পানিতে বন্যার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। বন্যা দুর্গত এসব এলাকায় বিশুদ্ধ পানি, চিকিৎসা, শুকনো খাবার, সংকট তিব্র আকার ধারণ করছে। দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগবালাই। এখন পর্যন্ত জেলায় বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৪০ হাজারের ও বেশি মানুষ।

ভাইয়া গ্রুপ অব ইন্ডাষ্ট্রির পক্ষ থেকে দেওয়া ত্রান সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেট রান্না উপকরণ চাউল, মুশুর ডাউল, পেয়াজ,আলু, তৈল এবং সুকনা খাবার মধ্যে সিড়া, খেজুর, গুড়, লবন, বিস্কুট, পানি, ডাই কেক, মোমবাতি, মেডিসিন: স্যালাইন, নাপা, মেট্রিল, , স্যানেটারি পেড, দুধের গুড়, সাবান।

ত্রান সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন , ভাইয়া গ্রুপ অব ইন্ডাষ্ট্রির সিএফও ওসমান গনি মিন্টু।নেক্স ফুড় এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ডিজিএম মোহাম্মদ সোহাগ হোসেন। ভাইয়া হাউজিং লিমিটেড এর মেনেজার এসএম বাক্কি বিল্লাহ। নেক্স ফুড় এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড মেনেজার অপরেশন হাসিরুল ইসলাম হাসিব। ভাইয়া হাউজিং লিমিটেড সিনির এক্সিকিউটিভ আল মামুন সহ ভাইয়া গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারি গন উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!