মাহমুদুর রহমান মনজু,লক্ষ্মীপুর
জাতীয় সংগীত পরিবেশন, পতাকা ও বেলুন উড়িয়ে লক্ষ্মীপুরে উদ্বোধন করা হলো বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে এ খেলার আয়োজন করা হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো: হাফিজ উল্ল্যাহর সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার মংনেথৈয়াই মারমা, লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া ও বাংলাদেশ আওয়ামীলীগের উপ কমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামিম।
এসময় জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, জেলা জজ আদালতের পিপি জসিম উদ্দিন, জেলা কৃষকলীগের সভাপতি সিএম আবদুল্লাহ, শ্রমিকলীগের সভাপতি ইউসুফ পাটোয়ারী, সদস্য সচিব বেলাল ক্বারী, যুগ্ন সম্পাদক আবু ছিদ্দিক মুন্না, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রাশেদ নিজাম, সদস্য সচিব রিয়ান কারীসহ আরো অনেকে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলার বিভিন্ন স্থান থেকে আগত ১৬টি দল অংশ নেন। ফাইনাল খেলা ২১ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।