প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৪, ৯:২০ পি.এম
লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে ২জন নিহত
লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। বুধবার ভোর ৪টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকার ‘গ্রিন লিফ’ সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের নিহত হন।
পরে ঢাকায় নেওয়ার পথে বেলা ১২টার আরও একজনের মৃত্যু হয় বলে লক্ষ্মীপুর সদর থানার ওসি আব্দুল মুনাফ জানান।
নিহতরা হলেন- লক্ষ্মীপুর-রামগতি রুটে চলাচলকারী ‘আল মদিনা’ বাসের চালক রুবেল এবং লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে আবুল কালাম। তিনি পেশায় রঙ মিস্ত্রী।
বিস্ফোরণে আহত দুইজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ফিলিং স্টেশনের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আল মদিনা পরিবহনের বাসটি শহরের ঝুমুর এলাকায় রঙের কাজ শেষে গ্যাস নিতে গ্রিন লিফ ফিলিং স্টেশনে যায়। এ সময় বাসে কোনো যাত্রী ছিল না। পরে গ্যাস ভরার সময় হঠাৎ বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় চারদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেলে স্টেশনে থাকা লোকজন ছোটাছুটি শুরু করে।
এ সময় আবুল কালাম ঘটনাস্থলেই মারা যান। আহত হয় আরও তিনজন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। আর আহতদের উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গুরুতর আহত তিনজনকে ঢাকা ও নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা বলছেন, শীতের রাত হওয়ায় ফিলিং স্টেশনে গাড়ির চাপ ছিল না। না হলে, এই ঘটনায় অনেক হতাহত হওয়ার সম্ভাবনা ছিল।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন বলেন, “একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আহত ব্যক্তিদের শারীরিক অবস্থাও গুরুতর। এর মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে।”
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829