লক্ষ্মীপুরে পাইলস অপারেশনের পরিবর্তে আরিয়ান নামের দুই বছরের এক শিশুর জিহ্বা অপারেশন করল অধ্যাপক ডা. জামাল সালেহ উদ্দিন (আরজু) নামের এক চিকিৎসক। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে ডা. আউয়াল শিশু সার্জারি সেন্টার ও জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
বিষয়টি জানাজানির পর হাসপাতালের লোকজনের মধ্যে হৈ চৈ পড়ে যায়। এ ঘটনার ক্ষতিপূরণসহ বিচার দাবি করেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনা শিকার করে ক্ষতিপূরণের আশ্বাস দেন ওই চিকিৎসক।
জানা যায়, সদর উপজেলার টুমচর গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন ও তার স্ত্রী লিপি আক্তার তাদের শিশু সন্তান আরিয়ান পাইলস সমস্যায় ভুগছেন জানিয়ে হাসপাতালে ছুটে আসেন। চিকিৎসক (শিশু সার্জারি) জামাল সালাহ উদ্দিনকে দেখানোর পর শুক্রবার বেলা ১১টার দিকে হাসপাতালে শিশুটিকে ভর্তি করানো হয়। দুপুরে শিশু আরিয়ানকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। এসময় তার জিহ্বা অপারেশন করেন চিকিৎসক। পরে ভুল চিকিৎসার কথা জানতে পারেন স্বজনরা। এসময় বিক্ষুব্ধ হয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান তারা।
ঘটনাটি জানাজানির পর তোলপাড় শুরু হয় সর্বত্রে। খবর পেয়ে গণমাধ্যমকর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। এসময় ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগী স্বজনরা। ঘটনার বিচার দাবিসহ ক্ষতিপূরণ দাবি করেন তারা।
অভিযুক্ত চিকিৎসক অধ্যাপক ডা. জামাল সালেহ উদ্দিন বিষয়টি ভুলে হয়েছে তা অকপটে স্বীকার করে বলেন, তাদের (রোগীর স্বজনদের) চাহিদা অনুযায়ী ভবিষ্যতে শিশুর যেকোনো ধরণের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন।
এদিকে সিভিল সার্জন ডা. আহমেদ কবির জানান, একজন চিকিৎসকের এ ধরণের ভুল অপারেশন হওয়া উচিত না, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।