ঢাকাশুক্রবার , ৭ অক্টোবর ২০২২
  1. International
  2. অপরাধ
  3. আত্মহত্যা
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আমাদের সম্পর্কে
  7. ইসলাম
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চিকিৎসা
  11. জাতীয়
  12. ত্রাণ
  13. ত্রাণ বিতরণ
  14. দিনলিপি
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞার প্রথম দিনেই তিন মণ ইলিশ জব্দ, জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৭, ২০২২ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃওয়াহিদুর রহমান মুরাদ :
লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে তিন মণ (১৪০ কেজি) ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রির দায়ে এ সময় এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

শুক্রবার (৭ অক্টোবর) সকাল ৯ টার দিকে ভবানীগঞ্জ বাজারে এ অভিযান চালায় জেলা এবং উপজেলা মৎস্য অফিস। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল সালেহীন।

সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ। এ সময় ইলিশ মাছ কেনা-বেচাও নিষেধ। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে ভবানীগঞ্জ বাজারে দু’জন মাছ ব্যবসায়ী ইলিশ বিক্রি করছিল। পরে জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্ব অভিযান চালানো হয়। এ সময় একজন ব্যবসায়ী পালিয়ে যায়। আরেকজন ব্যবসায়ীর কাছে ১৪০ কেজি ইলিশ মাছ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
আর জব্দ করা মাছগুলো স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!