প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২৩, ৩:৪৮ পি.এম
লক্ষ্মীপুরে নিষিদ্ধ গাজা গাছ সহ আটক-১
লক্ষ্মীপুরের রামগঞ্জে ২ টি গাঁজা গাছ সহ মাদক ব্যবসায়ী জাকির হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে বিশেষ অভিযানে গ্রেফতার করে রামগঞ্জ থানা পুলিশ। গাঁজা গাছ দুটি আনুমানিক ৬ ফুট ও আরেকটি ৫ ফুট ১০ ইঞ্চি।
গ্রেফতারকৃত জাকির হোসেন রামগঞ্জ উপজেলার ৮ নং করপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আনিন্দপুর হানিফ মেম্বারের নতুন বাড়ির মৃত সলেমান মিয়ার ছেলে।
আজ ৬ আগস্ট (রবিবার) লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারেক বিন রশিদের দিক নির্দেশনায় রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হকের তত্বাবধানে এসআই মুহাম্মদ কাওসারুজ্জামান ও এএসআই মো: আজাদ হোসেনের সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুটি গাঁজা গাছ সহ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।
এছাড়াও এসআই মো: অলি উল্লাহ ও সঙ্গী ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ হৃদয়(১৯), পিতা-আনোয়ার হোসেন,গ্রাম- কাজিরখিল এলাকা থেকে (ইউনুছ পন্ডিত বেপারী বাড়ী, পৌরসভা ০৬নং ওয়ার্ড) ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, উক্ত আসামীদেরকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829