প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৩, ১১:৪৬ এ.এম
লক্ষ্মীপুরে ধান ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার।
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের একটি ধান ক্ষেতে নুর নাহার (৩৭) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা পরিবার ও স্থানীয়দের।
নুর নাহার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের সেলিনা মেম্বার বাড়ির পান বিক্রেতা লুৎফর রহমানের স্ত্রী।
বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরভূতা গ্রামের বাহারের ফসলি ক্ষেতে বুধবার (২ অক্টোবর) সকালে তার মৃতদেহ পাওয়া গেছে।
নুর নাহারের বোন পারভীন বলেন, মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে তার বোন নুর নাহার নিখোঁজ ছিল। সকালে একটি ফসলি ক্ষেতে লাশের সন্ধান পাওয়া যায়।
তিনি জানান, নুর নাহার লাভের উপর টাকা ধার দিত। টাকা লেনদেনকে কেন্দ্র করে কেউ হয়তো তার বোনকে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে।
ভবানীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোতাহের আলী বলেন, সকালে স্থানীয় লোকজন ওই নারীর মৃতদেহ ক্ষেতে পড়তে থাকতে দেখে। ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আসামীদের পরিচয় সনাক্ত করার চেষ্টা অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829