ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে দুই বন্ধু বিদেশী পিস্তল বিক্রি করতে এসে আটক জনতার হাতে

   লক্ষ্মীপুর সদরে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড (গুলি) কার্তুজ বিক্রি করতে এসে দুই বন্ধু জনতার হাতে ধরা পড়েন। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানা হাজতে নিয়ে যায়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া নিশ্চিত করেন।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চর মন্ডল গ্রামের মুন্সির হাট বাজারের একটু অদূরে শামিমের চা-দোকানের সামনে থেকে অভিযুক্ত দুই ব্যক্তিকে পিস্তল ও কার্তুজসহ আটক করা হয়।

আটককৃত যুবকরা হলেন – জেলার রামগঞ্জ পৌরসভার (৮ নং ওয়ার্ড) বাসিন্দা মৃত দুলাল মিয়ার ছেলে ফরহাদ হোসেন ফাহিম (২৩) ও চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সেনরা গ্রামের জাহাঙ্গীর গাজির ছেলে হাসান গাজি শাকিল (২২)।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া জানান আটক ফাহিম ও শাকিল অস্ত্র বিক্রি করতে এসে স্থানীয় গ্রামবাসীর হাতে ধরা পড়েন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। এ বিষয়ে আমরা আরও তদন্ত করছি। আগামীকাল প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের উত্তরচরবংশী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটির বিলুপ্ত  

লক্ষ্মীপুরে দুই বন্ধু বিদেশী পিস্তল বিক্রি করতে এসে আটক জনতার হাতে

আপডেট : ০৮:৪৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪

   লক্ষ্মীপুর সদরে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড (গুলি) কার্তুজ বিক্রি করতে এসে দুই বন্ধু জনতার হাতে ধরা পড়েন। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানা হাজতে নিয়ে যায়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া নিশ্চিত করেন।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চর মন্ডল গ্রামের মুন্সির হাট বাজারের একটু অদূরে শামিমের চা-দোকানের সামনে থেকে অভিযুক্ত দুই ব্যক্তিকে পিস্তল ও কার্তুজসহ আটক করা হয়।

আটককৃত যুবকরা হলেন – জেলার রামগঞ্জ পৌরসভার (৮ নং ওয়ার্ড) বাসিন্দা মৃত দুলাল মিয়ার ছেলে ফরহাদ হোসেন ফাহিম (২৩) ও চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সেনরা গ্রামের জাহাঙ্গীর গাজির ছেলে হাসান গাজি শাকিল (২২)।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া জানান আটক ফাহিম ও শাকিল অস্ত্র বিক্রি করতে এসে স্থানীয় গ্রামবাসীর হাতে ধরা পড়েন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। এ বিষয়ে আমরা আরও তদন্ত করছি। আগামীকাল প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।