লক্ষ্মীপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ পালিত হয়েছে।
রবিবার (১৭নভেম্বর) লক্ষ্মীপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।
সকাল ৯.০০ ঘটিকা থেকে টি২০ ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচি আরম্ভ হয়। ৩ (তিন) দলের মধ্যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। বিকেল ৫.০০ ঘটিকায় টুর্নামেন্টের সমাপ্তি হয়। এতে সদর উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, রানার আপ হয় কমলনগর উপজেলা একাদশ। ম্যান অব দা টুর্নামেন্ট দেয়া হয় কলেজ রোড ক্রীড়া সংঘের সদস্য ও লক্ষ্মীপুর ক্রিকেট একাডেমির ক্রিকেটার আবিরকে।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রব শামীম, জেলা ফুটবল এসোসিয়েশন এর সেক্রেটারি সোহেল, সাংবাদিক আব্বাস হোসেন, আম্পায়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা ক্রিকেট কোচ মনির হোসেন, স্টেডিয়াম কর্মকর্তা লোকমান হোসেন মোল্লা এবং ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক ও সাবেক ক্রিকেটার মোঃ আমিনুল ইসলাম রাজু।
অতিথির বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্লেয়ারদেরকে খেলাধুলার মাধ্যমে বিশ্ব দরবারে নিজেদের তুলে ধরার পরামর্শ দেন। লক্ষ্মীপুর জেলা ক্রীড়া অফিস থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন তিনি।