লক্ষ্মীপুর জেলার সাবেক ক্রিকেটাদের ঈদ পুনর্মিলনী- অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ এপ্রিল) বেলা ১২টার দিকে জেলা স্টেডিয়াম মাঠে জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন ও জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
এর-আগে সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর ক্রিকের্টাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৮টি দল নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এর আগে জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন ও জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
এ উপলক্ষে সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৮টি দল নিয়ে সীমিত ওভারের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর ক্রিকের্টাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল করিম রিন্টুর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আশরাফুল আলম ও মো. আমিনুল ইসলাম রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর সদর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার এ.বি ছিদ্দিক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান আল-মাহমুদ, সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ ও ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক আহসানুল করিম রিপনসহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুর উদ্দিন চৌধুুরী নয়ন এমপি অসাধারন একটি উদ্যোগ নেওয়ায় সাবেক ক্রিকেটারদের প্রশংসা করেন। এই সময়ে খেলাধূলায় যে কোন সহযোগিতার জন্য তিনি সর্বাত্বক পাশে থাকবেন বলে ঘোষণা দিয়ে খেলাধূলার উন্নয়নে সরকারের ফিরিস্তি তুলে ধরেন।তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকতে হবে। খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। খেলাধুলা করলে যেমন অভিজ্ঞতা হয়, তেমনি সুস্থ থাকা যায়।
অনুষ্ঠান শেষে অতিথিরা ১৪টি ক্লাবকে সংবর্ধনা স্মারক তুলে দেন। এ সময় জাতীয় দলের ক্রিকেটার হাসান মাহমুদের বাবা মো. ফারুকের হাতেও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।