মাহমুদুর রহমান মনজু,জেলা প্রতিনিধি
আহ্লুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দেশব্যাপী ৪র্থ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩। এই প্রতিযোগিতার জোন বৃত্তিক বাছাই পর্বে লক্ষীপুর জেলার বাছাই পর্বটি সম্পন্ন হয়েছে। ৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে লক্ষীপুর জেলার গোডাউন রোড, হযরত ফারুকে আজম তাফিজুল কোরআন মাদ্রাসায় এই প্রতিযোগিতা প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন আহলুল কোরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন কেন্দ্রীয় মহাসচিব হযরত মাওলানা হাফেজ ক্বারী মেরাজুল ইসলাম সহযোগী বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন হযরত মাওলানা ক্বারী কামালুদ্দিন এবং এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হারুন আল মাদানী বিশেষ মেহমান হিসেবে ছিলেন এবং মাওলানা শিহাব উদ্দিন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান
প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশনর লক্ষীপুর জেলার সভাপতি হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ। এই সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের লক্ষীপুর জেলার মহাসচিব
হাফেজ ক্বারী ইয়াসিন আরাফাত তামিম
মাওলানা ইসরাফিল সহ আরো অনেকেই । প্রতিযোগিতায় লক্ষীপুর জেলা থেকে প্রায় ৪০টি মাদ্রাসা থেকে ২৫০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন । প্রাথমিক বাছাই পর্বে থেকে ১০ জনকে ইয়েস কার্ড পেয়ে ফাইনালের জন্য বাছাই করা হয় । এবং পাঁচপাড়া জেলা ভিত্তিক ৭ জনকে ক্রেস্টসহ গিফট হেম্বার পুরস্কার প্রদান করা হয় । জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতার ফাইনাল পর্বটি আগামী মার্চের প্রথম সপ্তাহে ঢাকার শ্যামলী জোহরী মহল্লায় গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।