ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ২কর্মীর উপর হামলা মোটর সাইকেলে আগুন।

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট : ১০:১৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
  • ০ জন পড়েছেন

মাহমুদুর রহমান মনজু ,লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে মুখোশধারীদের হামলায় দুইজন আহত হয়েছেন। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় মুখোশধারীরা।

বুধবার (১৪ ডিসেম্বর) রাত ৯ টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। এরপর রাত সাড়ে ১০টার দিকে আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম
বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন— কৃষকলীগ নেতা শাহজাহান হোসেন সাজু ও ছাত্রলীগ নেতা খাঁন মোহাম্মদ সুজন। সাজু চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সুজন একই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সদস্য।

আহতরা জানান, চন্দ্রগঞ্জ ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন থেকে মোটরসাইকেলযোগে তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থল পৌঁছলে তাদের মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। এতে তাদের রেখে অন্যরা চলে যায়। ঘটনাস্থলে তারা ছাড়া অন্য কেউ ছিলো না। হঠাৎ একদল মুখোশধারীরা তাদের এলোপাতাড়ি মারধর করে আহত করে। একপর্যায়ে মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় মুখোশধারীরা।

আহত সাজু ও সুজন আরও জানান, হামলাকারীদের তারা চিনতে পারেননি। ঘটনার সময় তাদের সঙ্গে অন্য কেউ ছিলো না। হামলাকারীরা তাদের মোটরসাইকেলটি পুড়িয়ে দিয়েছে।

এ ঘটানার তীব্র নিন্দা জানিয়েছেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী বাবলু। তার দাবি, বিএনপির নেতাকর্মীদের হামলায় সাজু ও সুজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনি সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এদিকে, চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল কালাম মুন্সি বলেন, এশার নামাজের (রাত সাড়ে ৮টা) পর পশ্চিম লতিফপুর গ্রামের বাড়ির সামনে দোকানে আমি চা খেতে যাই। এসময় চন্দ্রগঞ্জ থান ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম মাসুদের নেতৃত্বে কয়েকজন হামলা চালিয়ে আমাকে মারধর করে। আর আওয়ামী লীগের লোকজনের ওপর কে বা কারা হামলা করেছে তা আমার জানা নেই। আমাদের কেউই এ হামলার সঙ্গে জড়িত নয়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামিম আফজাল জানান, মারধরের ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে ভর্তি নেওয়া হয়েছে।

ওসি তহিদুল ইসলাম জানান, কে বা কারা হামলার ঘটনাটি ঘটিয়েছে তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত চলছে। আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চুরির অপবাদে প্রকাশ্যেই খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন,জড়িতদের ধরতে অভিজান চলছে – ওসি সদর

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ২কর্মীর উপর হামলা মোটর সাইকেলে আগুন।

আপডেট : ১০:১৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২

মাহমুদুর রহমান মনজু ,লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে মুখোশধারীদের হামলায় দুইজন আহত হয়েছেন। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় মুখোশধারীরা।

বুধবার (১৪ ডিসেম্বর) রাত ৯ টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। এরপর রাত সাড়ে ১০টার দিকে আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম
বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন— কৃষকলীগ নেতা শাহজাহান হোসেন সাজু ও ছাত্রলীগ নেতা খাঁন মোহাম্মদ সুজন। সাজু চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সুজন একই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সদস্য।

আহতরা জানান, চন্দ্রগঞ্জ ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন থেকে মোটরসাইকেলযোগে তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থল পৌঁছলে তাদের মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। এতে তাদের রেখে অন্যরা চলে যায়। ঘটনাস্থলে তারা ছাড়া অন্য কেউ ছিলো না। হঠাৎ একদল মুখোশধারীরা তাদের এলোপাতাড়ি মারধর করে আহত করে। একপর্যায়ে মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় মুখোশধারীরা।

আহত সাজু ও সুজন আরও জানান, হামলাকারীদের তারা চিনতে পারেননি। ঘটনার সময় তাদের সঙ্গে অন্য কেউ ছিলো না। হামলাকারীরা তাদের মোটরসাইকেলটি পুড়িয়ে দিয়েছে।

এ ঘটানার তীব্র নিন্দা জানিয়েছেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী বাবলু। তার দাবি, বিএনপির নেতাকর্মীদের হামলায় সাজু ও সুজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনি সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এদিকে, চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল কালাম মুন্সি বলেন, এশার নামাজের (রাত সাড়ে ৮টা) পর পশ্চিম লতিফপুর গ্রামের বাড়ির সামনে দোকানে আমি চা খেতে যাই। এসময় চন্দ্রগঞ্জ থান ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম মাসুদের নেতৃত্বে কয়েকজন হামলা চালিয়ে আমাকে মারধর করে। আর আওয়ামী লীগের লোকজনের ওপর কে বা কারা হামলা করেছে তা আমার জানা নেই। আমাদের কেউই এ হামলার সঙ্গে জড়িত নয়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামিম আফজাল জানান, মারধরের ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে ভর্তি নেওয়া হয়েছে।

ওসি তহিদুল ইসলাম জানান, কে বা কারা হামলার ঘটনাটি ঘটিয়েছে তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত চলছে। আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।