ঢাকাবুধবার , ৫ অক্টোবর ২০২২
  1. International
  2. অপরাধ
  3. আত্মহত্যা
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আমাদের সম্পর্কে
  7. ইসলাম
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চিকিৎসা
  11. জাতীয়
  12. ত্রাণ
  13. ত্রাণ বিতরণ
  14. দিনলিপি
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে অশ্রুজ্বলে দেবী দূর্গাকে বিদায়

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২২ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোর কুমার দত্ত, প্রতিনিধি :
ষষ্ঠী তিথিতে আনন্দময়ীর নিদ্রাভঙ্গে সূচনা হয়ে দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে শেষ হল বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পার্বণ শারদীয় দুর্গোৎসব। দেবালয়ে ফিরে যাওয়ার দিনে ঢাকের বাদ্যি আর ভক্তদের অশ্রুভেজা ভালোবাসা সঙ্গী করে নিলেন দেবী দুর্গা।

বুধবার সকাল সাড়ে ৯টায় পৌর শহরের আনন্দময়ী কালিবাড়ী পুজা মন্ডপে বিজয়া দশমীর ‘বিহিত পূজায়’ ষোড়শপ্রচার পূজার পাশাপাশি দেবী প্রতিমার হাতে জরা, পান, ফুল দিয়ে আরাধনা করা হয়। ভক্তদের মতে দশমী পূজার মাধ‍্যমে দেবী কৈলাশে যাত্রা করেন। এ সময় পুস্পাঞ্জলী আর শান্তির (ঘটের) জলের মাধ্যমে দেবীর আর্শীরবাদ নেন তারা।

পুজার আনুষ্ঠানিকতা শেষে দুপুরে সিঁদুর খেলায় মাতেন সব বয়সী ভক্তরা। পরে বিকেল ৫ টায় স্থানীয় প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ‍্য দিয়ে শহরে
একটি বিজয়া শোভাযাত্রা বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ‍্যায় পৌর শ্নশানঘাট এলাকার রহমতখালী খালে প্রতিমা বিসর্জন দেয়া হয়।

সবশেষে দর্পণ বিসর্জনের সময় প্রতিমার সামনে একটি আয়না রেখে তাতে দেবীকে দেখে তার কাছ থেকে সাময়িক বিদায় নেন ভক্তরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!