প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৪, ৫:১১ পি.এম
লক্ষ্মীপুরের রায়পুরের জনপ্রিয় ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্র নেতাদের মানববন্ধন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, অনৈতিক সুযোগ সুবিধা না দেয়ায় একটি পক্ষ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খাঁনের অপসারণ চেয়ে মানববন্ধন করেছে। মুলত নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে না পেরে এমন কাজ করেছে স্বার্থান্বেষী মহলটি।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের হাতে একটি স্মারকলিপি তুলে দেয় ছাত্র প্রতিনিধিরা। স্মারকলিপি সূত্র জানায়, রায়পুর উপজেলার দূর্নীতিবাজ চেয়ারম্যান ও ইউপি সদস্যদের অবৈধ ও অবাধ সুযোগ সুবিধা না দেয়ায় একটি মহলকে উসকে দেয়া হয়।
ছাত্র প্রতিনিধিরা জানায়, সকালের মানববন্ধনে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খাঁনকে আওয়ামী লীগের দালাল হিসেবে উল্লেখ করা হলেও আদত তিনি আওয়ামী লীগের সাথে কোনো ভাবে সম্পৃক্ত নন। জুলাই বিপ্লবের সময় তিনি ভারতে উচ্চ পর্যায়ের প্রশিক্ষণে ছিলেন। পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তিনি রায়পুরের সামাজিক, রাজনৈতিক সংগঠন ও ব্যাক্তিবর্গের পরামর্শ অনুযায়ী কাজ করেছেন।
আগষ্টের বন্যায় রায়পুরে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় তাকে ফ্লাড হিরো উপাধি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা।
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, আমি স্মারকলিপিটি গ্রহণ করেছি। এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829