ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আকাশে উঠেই চাকা খুলে গেলো, পাইলটের দক্ষতায় সফল অবতরণ ২৩ সেকেন্ডে ২১ বার বেত্রাঘাত শিশু শিক্ষার্থীকে : গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ রায়পুরে বিনামূল্যে জেলেরা পেলো প্রয়োজনীয় সামগ্রী লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের লুটপাট : বৃদ্ধাকে নৃশংস ভাবে হত্যা লক্ষ্মীপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে নির্যাতন করে হত্যার অভিযোগ রায়পুরে আওয়ামী সমর্থিত দুই জনপ্রতিনিধিসহ ৬ জন গ্রেফতার নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার লক্ষ্মীপুরে চার শিক্ষার্থী হত্যা মামলায় ১৯ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার পারিবারিক কলহের জেরে স্বামী – স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে চিকিৎসাধীন

লক্ষ্মীপুরের পর্যটন এবং শীত যেন একই মুদ্রার এপিট-ওপিট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • ১২ বার পড়া হয়েছে

জিহাদ হোসেন রাহাতঃ দেশের দক্ষিণে অবস্থিত মেঘনা বিধৌত জেলা লক্ষ্মীপুর। প্রাকৃতিক সৌন্দর্যের এক বিরানভূমি। পৌষ ও মাঘ এ দু মাসকে শীতকাল ধরা হলেও প্রকৃতিতে অগ্রহায়ণ এলেই লক্ষ্মীপুরে নেমে আসে শীত। শীতের এই সময়টায় নববধূর রুপ ধারন করে এ জেলার পর্যটন স্পটগুলো। নিয়মিত সমাগম ঘটে পর্যটকদের। এখানকার নজরকাড়া দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য, আলেকজান্ডার মেঘনা বিচ, আলতাফ মাষ্টার ঘাট, সাজু মোল্লার ঘাট, খোয়াসাগর দীঘির পাড় ইত্যাদি। এছাড়াও ঐতিহাসিক জ্বীনের মসজিদ, বিদ্যুৎ বিহীন সার্বক্ষণিক আলোকিত থাকা- আসসালাম জামে মসজিদ, দালাল বাজার জমিদার বাড়িসহ অসংখ্য নতুন-পুরাতন স্থাপনা এ জেলার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে।
চলুন জেনে নেই এসব প্রাকৃতিক ভ্রমন স্পট ও ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে।

আলেকজান্ডার মেঘনা বিচঃ
মেঘনা নদীর বিস্তীর্ণ জলরাশি আর সূর্যের তেজ দীপ্ত আলো এই বিচের অন্যতম প্রধান আকর্ষণ। বিচটির অবস্থান জেলার রামগতি উপজেলার আলেকজান্ডারে।আলেকজান্ডার বাজার থেকে মাত্র দুই মিনিটের পথ। প্রাকৃতিক সৌন্দর্য আর মনভোলানো গুনের অধিকারী হওয়ায় স্থানীয় পর্যায়ে এটি বেশ জনপ্রিয়।

আলতাফ মাষ্টার ঘাটঃ
এটির অবস্থান লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পশ্চিমাঞ্চলে। মূলত একটি মাছ ঘাট হিসেবে আলতাফ মাষ্টার ঘাট বহুআগে থেকে পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে এই এলাকায় কিছু বাহারি নামের রেস্তোরাঁ গড়ে ওঠার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ বাড়ায় বেড়েছে পর্যটক আকর্ষণ। জেলা এবং জেলার বাইরে থেকেও ঘটে পর্যটকদের নিয়মিত সমাগম।
সাজু মোল্লার ঘাটঃ
জেলার রায়পুর উপজেলার পশ্চিমাঞ্চলের অন্যতম একটি ভ্রমন ও পিকনিক স্পট এই সাজু মোল্লার ঘাট। বাকি দুটির মতো এটিও মেঘনাতীরে অবস্থিত।
খোয়াসাগর দীঘিঃ
জেলার সবচেয়ে বেশি পর্যটক সমাগম ঘটা স্থানগুলোর একটি এই খোয়াসাগর দীঘির পাড় এলাকা। সাম্প্রতিক সময়ে এই এলাকায় কিছু রেস্তোরাঁ ও একটি হলিডে পার্ক গড়ে ওঠায় পর্যটক প্রিয় হয়ে উঠেছে এটি। ইতিহাস বিজড়িত এই দীঘির অবস্থান জেলার দালাল বাজার এলাকায়।

জ্বীনের মসজিদঃ
জেলার সবচেয়ে রহস্যময় প্রাচীন স্থাপনা এই জ্বীনের মসজিদ। আজ থেকে প্রায় ২শ বছর আগে রায়পুরের দেনায়েতপুর এলাকায় মসজিদটি স্থাপন করেন মাওলানা আবদুল্লাহ নামের একজন বিশিষ্ট আলেম। হুবহু দিল্লি শাহী জামে মসজিদের আদলে নির্মিত এই মসজিদ মাওলানা আবদুল্লাহর কিছু জ্বীন শিষ্য রাতের আঁধারে তৈরি করেন বলে শোনা যায়।

আসসালাম জামে মসজিদঃ
জেলার রামগতির চর পোড়াগাছা ইউনিয়নের শেখের কেল্লা এলাকায় মসজিদটির অবস্থান। সাম্প্রতিক সময়ে তৈরি এই মসজিদটি জন্ম দিয়েছে অবাক বিস্ময়ের। কোনো প্রকার বিদ্যুৎ বাতি ছাড়াই এটি সার্বক্ষণিক থাকে আলোকিত। বর্তমানে এর পর্যটক আকর্ষণ তুঙ্গে।

দালাল বাজার জমিদার বাড়িঃ
শতাব্দী প্রাচীন স্থাপনা দালাল বাজার জমিদার বাড়ি। এটি মূলত লক্ষ্মীপুর জেলার শানশৌকতের প্রতীক। দর্শনার্থীদের নিয়মিত আগমনে মুখরিত থাকা এই স্থাপনাটি জেলার দালাল বাজার এলকায় অবস্থিত।

মূলত বছরজুড়ে এসব স্থানে পর্যটক সমাগম থাকলেও শীতের শুরুতে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ হয়ে যায়। যার অন্যতম কারন ডিসেম্বর মাসজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির মৌসুম। রাজধানী শহর ঢাকায় বসবাস করা লক্ষ্মীপুরের অধিবাসীদের আগমনে মুখরিত হয়ে ওঠে এসব পর্যটক স্পট।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিজস্ব প্রতিবেদক

আমাদের সম্পর্কে lakshmipurbulletin সম্পর্কে lakshmipurbulletin লক্ষ্য হল আমাদের পাঠকদের সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রদান করা, যেগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্পগুলিকে কভার করে৷ আমাদের টিম: আমাদের অভিজ্ঞ সাংবাদিক এবং সম্পাদকদের দল উচ্চ মানের সংবাদ এবং বিশ্লেষণ প্রদানের জন্য নিবেদিত। আমরা সর্বশেষ উন্নয়নের অগ্রভাগে থাকার এবং আমাদের পাঠকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর গভীরভাবে প্রতিবেদন প্রদান করার চেষ্টা করি৷আমাদের সাথে কাজ করছেন লক্ষ্মীপুর সদর থেকে মাহমুদুর রহমান মনজু ,রায়পুর থেকে পীরজাদা মাসুদ হোসাইন, রামগঞ্জ থেকে ইয়াকুব আলী এবং কমলনগর থেকে এ আই তারেক। আমাদের কভারেজ: আমরা রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, শিক্ষা, তথ্য ও প্রযুক্তি, বৈশিষ্ট্য, জীবনধারা এবং কলাম সহ বিস্তৃত বিষয় কভার করি। আমাদের লক্ষ্য হল আমাদের পাঠকদের তাদের অবগত থাকার জন্য এবং জ্ঞাত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। আমাদের ভিশন: দ্রুত ক্রমবর্ধমান শ্রোতাদের সাথে lakshmipurbulletin আমাদের নাগাল প্রসারিত করতে এবং আরও বেশি জায়গায় আরও বেশি পাঠকের কাছে খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের পাঠকদের সর্বশেষ খবর এবং বিশ্লেষণ প্রদান করতে নিবেদিত, তারা যেখানেই থাকুক না কেন। যোগাযোগ করুন: প্রশ্ন বা মন্তব্যের জন্য, দৈনিক লক্ষ্মীপুর বুলেটিন পেইজে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার মূল্যবান প্রতিক্রিয়া এবং আপনার কাছ থেকে শোনার জন্য উন্মুখ. ধন্যবাদন্তে সম্পাদক ও প্রকাশক দৈনিক লক্ষ্মীপুর বুলেটিন ।
জনপ্রিয় সংবাদ

আকাশে উঠেই চাকা খুলে গেলো, পাইলটের দক্ষতায় সফল অবতরণ

লক্ষ্মীপুরের পর্যটন এবং শীত যেন একই মুদ্রার এপিট-ওপিট

আপডেট সময় : ১২:০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

জিহাদ হোসেন রাহাতঃ দেশের দক্ষিণে অবস্থিত মেঘনা বিধৌত জেলা লক্ষ্মীপুর। প্রাকৃতিক সৌন্দর্যের এক বিরানভূমি। পৌষ ও মাঘ এ দু মাসকে শীতকাল ধরা হলেও প্রকৃতিতে অগ্রহায়ণ এলেই লক্ষ্মীপুরে নেমে আসে শীত। শীতের এই সময়টায় নববধূর রুপ ধারন করে এ জেলার পর্যটন স্পটগুলো। নিয়মিত সমাগম ঘটে পর্যটকদের। এখানকার নজরকাড়া দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য, আলেকজান্ডার মেঘনা বিচ, আলতাফ মাষ্টার ঘাট, সাজু মোল্লার ঘাট, খোয়াসাগর দীঘির পাড় ইত্যাদি। এছাড়াও ঐতিহাসিক জ্বীনের মসজিদ, বিদ্যুৎ বিহীন সার্বক্ষণিক আলোকিত থাকা- আসসালাম জামে মসজিদ, দালাল বাজার জমিদার বাড়িসহ অসংখ্য নতুন-পুরাতন স্থাপনা এ জেলার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে।
চলুন জেনে নেই এসব প্রাকৃতিক ভ্রমন স্পট ও ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে।

আলেকজান্ডার মেঘনা বিচঃ
মেঘনা নদীর বিস্তীর্ণ জলরাশি আর সূর্যের তেজ দীপ্ত আলো এই বিচের অন্যতম প্রধান আকর্ষণ। বিচটির অবস্থান জেলার রামগতি উপজেলার আলেকজান্ডারে।আলেকজান্ডার বাজার থেকে মাত্র দুই মিনিটের পথ। প্রাকৃতিক সৌন্দর্য আর মনভোলানো গুনের অধিকারী হওয়ায় স্থানীয় পর্যায়ে এটি বেশ জনপ্রিয়।

আলতাফ মাষ্টার ঘাটঃ
এটির অবস্থান লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পশ্চিমাঞ্চলে। মূলত একটি মাছ ঘাট হিসেবে আলতাফ মাষ্টার ঘাট বহুআগে থেকে পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে এই এলাকায় কিছু বাহারি নামের রেস্তোরাঁ গড়ে ওঠার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ বাড়ায় বেড়েছে পর্যটক আকর্ষণ। জেলা এবং জেলার বাইরে থেকেও ঘটে পর্যটকদের নিয়মিত সমাগম।
সাজু মোল্লার ঘাটঃ
জেলার রায়পুর উপজেলার পশ্চিমাঞ্চলের অন্যতম একটি ভ্রমন ও পিকনিক স্পট এই সাজু মোল্লার ঘাট। বাকি দুটির মতো এটিও মেঘনাতীরে অবস্থিত।
খোয়াসাগর দীঘিঃ
জেলার সবচেয়ে বেশি পর্যটক সমাগম ঘটা স্থানগুলোর একটি এই খোয়াসাগর দীঘির পাড় এলাকা। সাম্প্রতিক সময়ে এই এলাকায় কিছু রেস্তোরাঁ ও একটি হলিডে পার্ক গড়ে ওঠায় পর্যটক প্রিয় হয়ে উঠেছে এটি। ইতিহাস বিজড়িত এই দীঘির অবস্থান জেলার দালাল বাজার এলাকায়।

জ্বীনের মসজিদঃ
জেলার সবচেয়ে রহস্যময় প্রাচীন স্থাপনা এই জ্বীনের মসজিদ। আজ থেকে প্রায় ২শ বছর আগে রায়পুরের দেনায়েতপুর এলাকায় মসজিদটি স্থাপন করেন মাওলানা আবদুল্লাহ নামের একজন বিশিষ্ট আলেম। হুবহু দিল্লি শাহী জামে মসজিদের আদলে নির্মিত এই মসজিদ মাওলানা আবদুল্লাহর কিছু জ্বীন শিষ্য রাতের আঁধারে তৈরি করেন বলে শোনা যায়।

আসসালাম জামে মসজিদঃ
জেলার রামগতির চর পোড়াগাছা ইউনিয়নের শেখের কেল্লা এলাকায় মসজিদটির অবস্থান। সাম্প্রতিক সময়ে তৈরি এই মসজিদটি জন্ম দিয়েছে অবাক বিস্ময়ের। কোনো প্রকার বিদ্যুৎ বাতি ছাড়াই এটি সার্বক্ষণিক থাকে আলোকিত। বর্তমানে এর পর্যটক আকর্ষণ তুঙ্গে।

দালাল বাজার জমিদার বাড়িঃ
শতাব্দী প্রাচীন স্থাপনা দালাল বাজার জমিদার বাড়ি। এটি মূলত লক্ষ্মীপুর জেলার শানশৌকতের প্রতীক। দর্শনার্থীদের নিয়মিত আগমনে মুখরিত থাকা এই স্থাপনাটি জেলার দালাল বাজার এলকায় অবস্থিত।

মূলত বছরজুড়ে এসব স্থানে পর্যটক সমাগম থাকলেও শীতের শুরুতে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ হয়ে যায়। যার অন্যতম কারন ডিসেম্বর মাসজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির মৌসুম। রাজধানী শহর ঢাকায় বসবাস করা লক্ষ্মীপুরের অধিবাসীদের আগমনে মুখরিত হয়ে ওঠে এসব পর্যটক স্পট।