প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৩, ৫:৩৯ পি.এম
লক্ষ্মীপুরের নয়ন এমপির নেতৃত্বে জেলা ছাত্রলীগের বিশাল শোডাউনে মুখরিত ঢাকা।
মু.ওয়াহিদুর রহমান মুরাদ : শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টায় ছাত্রসমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। সমাবেশে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের সাথে লক্ষ্মীপুর থেকে সমাবেশে আসা বিশাল মিছিল সহ যোগ দেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নেতৃত্বদানকারী এক সময়ের তুখোড় ছাত্রনেতা ও বর্তমান সংসদ সদস্য এ্যাড.নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশের সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।
মিছিল সহকারে যোগদানের পূর্বে নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, 'শুক্রবারের ছাত্র সমাবেশ রাজনৈতিক ইতিহাসে একটি অবিশ্বাস্য পরিবর্তন আনবে। এই সমাবেশের মধ্যদিয়ে বাংলাদেশকে আমরা বার্তা দিতে চাই, মুক্তিযুদ্ধের চেতনায়, জাতির পিতার আদর্শে বলিয়ান থাকব। একইসঙ্গে আমরা খুনী, সন্ত্রাসী, জঙ্গিবাদীদের সাথে কম্প্রোমাইজ করার কোনো জায়গা ছাত্র সমাজে নেই।' তিনি বলেন, 'এদেশের সকল শিক্ষার্থীদের শেখ হাসিনার প্রতি যে ভালোবাসা রয়েছে, গভীর আবেগ রয়েছে সেটির বহিঃপ্রকাশ ঘটাতে আমরা এই ছাত্র সমাবেশ করব। 'এটি ছাত্রলীগের সমাবেশের মধ্যে সীমাবদ্ধ নেই, দেশের পাঁচ কোটি শিক্ষার্থীর একটি প্রতীকী ছাত্র সমাবেশে পরিণত হতে যাচ্ছে। আগামী নির্বাচনে এই তরুণদের শক্তির উপর ভিত্তি করে শেখ হাসিনার নিরঙ্কুশ ব্যালট বিপ্লবে বিজয়ী হতে যাচ্ছেন। সন্ত্রাসীদের সঙ্গে ছাত্র সমাজ আপোষহীন জায়গায় রয়েছে।' 'সমাবেশে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত যতজন আসবে। তার থেকে কয়েকগুণ বেশি
এসেছে যারা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। শুধুমাত্র শেখ হাসিনাকে ভালোবেসে, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি গভীর দরদ অনুভব করে, জাতির পিতার সন্তান হিসেবে এদেশের সুনাগরিক হওয়ার জন্য এই ছাত্র সমাবেশে সামিল হবে।'
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829