ঢাকাবুধবার , ২৬ অক্টোবর ২০২২
  1. International
  2. অপরাধ
  3. আত্মহত্যা
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আমাদের সম্পর্কে
  7. ইসলাম
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চিকিৎসা
  11. জাতীয়
  12. ত্রাণ
  13. ত্রাণ বিতরণ
  14. দিনলিপি
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর

রুট ক্যানেল কেন করবেন? দাঁত শিরশির বা ব্যাথা করছে?

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২২ ১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

©রুট ক্যানাল চিকিৎসা (RCT) 🦷
যা জানা জরুরীঃ যদি মাড়িতে দাঁত থাকে!

রুট ক্যানাল চিকিৎসা (RCT) এর সাথে আমরা আজকাল কোনও না কোনওভাবে পরিচিত হচ্ছিই। নিজের, পরিবারের কিংবা আত্মীয় স্বজনের চিকিৎসার সুবাদে এখন এ চিকিৎসার নাম পরিচিতই বলা চলে।

চিকিৎসাবিজ্ঞানের অনেক আবিস্কারের মধ্যে এই চিকিৎসা অবিস্মরণীয় আবিস্কার বলা যায়।কিন্তু যেই অতি সংবেদেনশীল চিকিৎসাটি যথাযথ করার দরকার ছিল সেটিই আজ ভয়াবহ রুপ ধারণ করেছে যত্রতত্র গড়ে ওঠে তথাকথিত ডেন্টাল চেম্বারের কল্যাণে।

আসুন এই চিকিৎসাটি নিয়ে যা জানা আবশ্যক তা জেনে নেই এক নজরে।

√RCT কী?
দাঁতের গোড়ার ভিতর যে মজ্জা থাকে সেটি জীবাণু দ্বারা আক্রান্ত বা অন্য কোন ভাবে নষ্ট হয়ে গেলে সেই নষ্ট মজ্জা কৃত্রিম মজ্জা দ্বারা প্রতিস্থাপন করাকেই রুট ক্যানাল চিকিৎসা বলে।

¶খরচ কেমন হয় এই চিকিৎসায়?

বাইরের দেশগুলোতে ডেন্টাল চিকিৎসা অনেক ব্যয়বহুল। সে তুলনায় আমাদের দেশে ডেন্টাল চিকিৎসা সেবার মূল্য নিতান্তই কম। RCT চিকিৎসার মূল্য ডাক্তার,চেম্বার/ক্লিনিক এবং ব্যবহৃত যন্ত্রপাতি, মেটেরিয়ালস এর উপর ভিত্তি করে ৩০০০-৮০০০
কিংবা তার অধিকও হতে পারে।উন্নত প্রযুক্তি এ চিকিৎসাকে যেমন সুনিপুণ করে তেমনি বাড়তি খরচাও লাগে বৈকি।

ক্রাউন বা ক্যাপ কেন লাগে রুট ক্যানেলের পরে?
রুট ক্যানেল করার পর দাঁতের স্থায়িত্ব বাড়ানো এবং মজবুত করার জন্য ক্রাউন বা ক্যাপিং করা হয়। এর জন্য আলাদা খরচ বহন করতে হয়।

কতদিন স্থায়ী এই চিকিৎসা?
সুস্থ দাঁতই যেখানে যত্নের অভাবে নষ্ট হয়ে যায় যেখানে চিকিৎসার পর সেটিকে ভাল রাখতে যত্নবান হওয়া বাঞ্ছনীয়। একটি ভালো রুট ক্যানাল চিকিৎসার পরে ভালো ক্রাউন আজীবন মুখে থেকে যেতে পারে কোনও প্রকার ঝামেলা ছাড়াই। তবে বছরে অন্তত একবার ডেন্টাল চেক-আপ অবশ্যই করা উচিত।

পরামর্শক্রমে মো:ওয়াহিদুর রহমান মুরাদ
RAIPUR MAX DENTIST POINT
মুড়িহাটা রোড, রায়পুর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!