পীরজাদা মাসুদ হোসাইন, স্টাফ রিপোর্টার :
রবিবার (৩০ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবৈধ লাইসেন্স প্রত্যাহারের দাবীতে রায়পুর রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন ইজিবাইক শ্রমিকরা।
তাদের দাবি ইতোমধ্যে হাইকোর্ট থেকে মহাসড়ক ব্যতিত সর্বত্র থ্রি হুইলার চলতে পারবে মর্মে রায় দেন। সে অনুযায়ী গত ২৫ আগস্ট বিআরটিএ সভায়ও সিদ্ধান্ত হয়।
কিন্তুু বিপত্তি ঘটে রায়পুর পৌরসভার মেয়র রুবেল ভাট ও কেরোয়া ও চরপাতাসহ ১০ ইউনিয়ন পরিষদের
ইউপি চেয়ারম্যানগণ অবৈধভাবে ইজিবাইকের ২৬০০ টাকা ও রিকশা ৮০০ টাকাসহ বিভিন্ন হারে ন্যামপ্লেটসহ লাইসেন্স দিচ্ছে। যা সম্পূর্ণ অযৌক্তিক। এছাড়াও প্রতিদিন ১০টাকা হারে টোল আদায় করা হয় ৷ এতে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে।
ঘটনায় গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুমোদনহীন লাইসেন্স প্রত্যাহার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন অটোরিকশা মালিক-শ্রমিকরা। এ সময় তারা বিআরটিএর লাইসেন্স দাবি করেন। রায়পুর রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন অটোরিকশা শ্রমিকরা।