সৈয়দ আহমেদ, বিশেষ প্রতিনিধি।
রায়পুর বিশেষ অভিযানে জিআর পরোয়ানামূলে গ্রেফতার ০৬ জন, নিয়মিত মামলায় গ্রেফতার ৩ জন ও মোবাইল কোর্ট এ সাজাপ্রাপ্ত ৫ জন সহ মোট গ্রেফতার ১৪ জন।
পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ স্যারের সার্বিক দিক-নির্দেশনায় রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া মহোদয়ের নেতৃত্বে এসআই কমল মালাকার, এএসআই বটন কান্তি দে, এএসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া জিআর ১৭০/২২ ও জিআর-১৭১/২২ এর গ্রেফতারী পরোয়ানামূলে ০৬ জন আসামীকে গ্রেফতার করেন ।
এসআই মোঃ ইমদাদুল হক সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া নিয়মিত মামলায় ০৩ জন আসামীকে গ্রেফতার করেন।
রায়পুর থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করিয়া নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরার অপরাধে দন্ডবিধি ১৮৮ ধারা মোতাবেক ০৫ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।