পীরজাদা মাসুদ হোসাইন, স্টাফ রিপোর্টার :
টাকা ফেরতের দাবিতে বৃহস্পতিবার আদালতে পৃথক দুটি মামলা করেন পাঁচ মাঠ কর্মী। তার মধ্যে আমেনা বেগমের মামলা রায়পুর থানায় রেকর্ড করার নির্দেশ এবং অপর মাঠকর্মী ফাতেমা, মাকসুদা, খুরশিদা ও কুলসুমা বেগমের মামলাটি জেলা গোয়েন্দা সংস্থাকে তদন্ত করে চার কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।
রোববার দুপুরে দুই মামলায় পৃথক তদন্তে যান জেলার ডিবির এসআই আবু তাহের ও রায়পুর থানার এসআই কমল দে সাংবাদিকরা সরজমিন তদন্তের জন্য উত্তর চরবংশী ইউপির হাজারিপাড়া এলাকায় গেলে কয়েকশ গ্রাহক বিক্ষোভ করেন।
উত্তর চরবংশী ইউপির গ্রাহকরা জানান, সমিতি প্রতি বই বাবদ ২০০ থেকে ২০, ২৫ ও ৩০ হাজার টাকা সঞ্চয় রাখা ও তার শেয়ার হিসেবে বিভিন্ন পণ্য ক্রয়ের নামে গ্রাহকদের কাছ থেকে প্রায় দশ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ওই প্রতারক কোম্পানি।
এবিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ, সমবায় কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তা ৮ বছর ধরে চলমান এই এনজিও এর কার্যক্রম কিছুই জানে না বলে তারা জানান।