ঢাকামঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২
  1. International
  2. অপরাধ
  3. আত্মহত্যা
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আমাদের সম্পর্কে
  7. ইসলাম
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চিকিৎসা
  11. জাতীয়
  12. ত্রাণ
  13. ত্রাণ বিতরণ
  14. দিনলিপি
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরে বিদ্যূৎ সরবরাহে কাজ করে যাচ্ছে পবিস, ৫০ ভাগ এলাকায় বিদ্যূৎ চালু হয়েছে -শাহাদাত হোসেন ডিজিএম

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২২ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মো: মাসুদ হোসাইন, স্টাফ রিপোর্টার (রায়পুর)
লক্ষ্মীপুর জেলার রায়পুর পল্লী বিদ্যূৎ সমিতির আওতায় প্রায় ৫০ ভাগ গ্রাহককে বিদ্যূৎ সরবরাহ করা হয়েছে বলে আজ রাতে নিশ্চিত করেছেন পবিস রায়পুর এর ডিজিএম শাহাদাত হোসেন।

বিদ্যূৎ নিয়ে আলাপকালে তিনি জানান, ঘূর্নিঝড়, বৃষ্টি, বাতাসের কারনে প্রায় কয়েক লাখ টাকার তার ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় ৫০টি মিটার পুঁড়ে গিয়েছে, ২শতাধিক মিটার গাছ উপড়ে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। প্রায় ২শতাধিক বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে পড়েছে, ৫০টির মতো ভেঙ্গে গিয়েছে।গাছ ভেঙ্গে, উপড়ে পড়ে, হেলে পড়ে বহু এলাকায় এখনো জনগনের অসহযোগিতার কারনে, পবিস এর লোকবল অপ্রতুলতার ৫০ ভাগ বিদ্যূৎ সরবারহ করা যাচ্ছে না।

কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে প্রশ্নের জবাবে ডিজিএম শাহাদাত হোসেন বলেন, এখনি ক্ষয়ক্ষতির পূর্নাঙ্গ লিষ্ট পাইনি, অনেক এলাকার সাথে যোগাযোগ এখনো করা সম্ভব হয়নি ভিতরে হওয়ায়। লাইন পুুরোপুরি চালু করতে হলে সব লাইন চেক করতে হবে। তবে আমাদের সব গুলো ফিডার চালু করেছি। আগামীকালের মধ্যে সমাধান হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!