মোঃওয়াহিদুর রহমান মুরাদ :
রবিবার দিনব্যাপী রায়পুরে উন্নয়নমূলক কাজে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশের চমৎকার উন্নয়নমুখী ও পরিকল্পনায় উত্তর চর আবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজারের রাস্তার উন্নয়নমূলক কাজ ও ড্রেনেজ নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন। এছাড়াও উত্তর চর আবাবিল ইউনিয়ন ভূমি অফিস শুভ উদ্বোধন করেন এবং ক্যাম্পেরহাট বাজারের আধুনিক ওয়াশ ব্লক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
রাতে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় পরিদর্শন করেন এবং রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে রায়পুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেন।
রায়পুর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ প্রায় ১৭২ টি প্রতিষ্ঠানে “বিশ্বসাহিত্য কেন্দ্র” থেকে প্রকাশিত প্রায় ০৩ (তিন) লক্ষ টাকা মূল্যমানের “কিশোর আনন্দ” (প্রথম খন্ড থেকে ষষ্ঠদশ খন্ড পর্যন্ত) বইসমূহ বিতরণ করেন এবং গ্রামপুলিশদের মাঝে পোষাক ও সরঞ্জামাদি বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া, সাংবাদিক ওয়াহিদুর রহমান মুরাদ প্রমূখ।
সভাপতিত্ব করেন, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাস।
বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করে জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ
মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী যে উন্নয়ন করেছেন তা তুলে ধরেন বক্তব্যে।