ফজলুল করিম চৌধুরী ওরফে হজল চৌধুরী,
ছোট বেলা থেকে যার নাম শুনে বড় হয়েছেন অনেকেই, যিনি প্রতিষ্ঠা করে গিয়েছেন স্কুল, পোস্ট অফিস, কৃষি অফিস, দাতব্য চিকিৎসালয়, মা ও শিশু চিকিৎসা কেন্দ্রসহ আরো নানান প্রতিষ্ঠান। বহু বছর ধরে আজও অব্দি এই প্রতিষ্ঠানগুলো কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
ফজলুল করিম চৌধুরী ওরফে হজল চৌধুরী, বৃটিশ-পাকিস্তান ও বাংলাদেশ আমলে রায়পুর উপজেলার অন্যতম প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। তখন রায়পুরের নীতিনির্ধারনী পর্যায়ের লোক ছিলেন মৌলভী মজিবুল হক, ছানা উল্যাহ হাফেজ, কাজী অহিদুর রহমান ও মাওলানা ফজলুল করিম মিশরী।
এই প্রজন্মের ছেলে মেয়েরা ফজলুল করিম চৌধুরীর কথা শুনেছেন কিন্তু তাকে দেখেননি। রায়পুর আলিয়া মাদ্রাসা উন্নয়নে তার ব্যাপক অবদান আছে, তিনি আলিয়া মাদ্রাসা ম্যানেজিং কমিটির সম্পাদক ছিলেন বহু বছর, তিনি রায়পুর স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাইচা সরকারি প্রাথমিক বিদ্যালয় , চৌধুরী বাজার ওরফে হজল চৌধুরীর হাট, সাইচা স্বাস্থ্য উপকেন্দ্র, জয়নালগঞ্জ পোস্ট অফিস(জয়নাল আবেদিন চৌধুরী ছিলেন উনার বাবার নাম), সাইচা পরিবার পরিকল্পনা ও ইউনিয়ন কৃষি অফিসের প্রতিষ্ঠাতা। তিনি প্রায় ২০ বছর ৭ নং বামনী ইউনিয়ন এর প্রসিডেন্ট ও চেয়ারম্যান ছিলেন।
তার ছেলে ড. নাজমুল করিম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন।
তথ্য আলোকিত রায়পুর গ্রন্থ থেকে। প্রকাশক, ইসমাঈল হোসেন খান শামীম ,সম্পাদক, রায়পুর দর্পণ।