প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১০:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৪, ৯:২০ পি.এম
রায়পুর রায়পুর বিডি ভয়েসের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন
লক্ষ্মীপুরের রায়পুরে রায়পুর বিডি ভয়েস নামীয় সংবাদ ভিত্তিক অনলাইন প্লাটফর্মের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ইফতার মাহফিল, কুরআন তিলাওয়াত, ইসলামি সংগীত প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৯শে মার্চ) পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে রায়পুর বিডি ভয়েসের প্রতিষ্ঠাতা মোঃ আজম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ০২ (রায়পুর-সদর আংশিক)আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, রায়পুর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালী, সাধারণ সম্পাদক এম আর সুমন।
প্রধান অতিথির বক্তব্যে নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, রায়পুর বিডি ভয়েস একটি সংবাদ ভিত্তিক প্লাটফর্ম। যারা রায়পুরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে কাজ করছে। রায়পুর বিডি ভয়েসের সফলতা কামনা করি।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক শংকর মজুমদার, মিজানুর রহমান মোল্লা,সোহেল আলম, ওয়াহিদুর রহমান মুরাদ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, ও সামাজিক ব্যাক্তি, আয়োজক কমিটি, প্রমূখ।
অনুষ্ঠানের দোয়া ও ইফতার পর্বের আগে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829