রায়পুর মোবাইল অ্যাসোসিয়েশন আরিফ সভাপতি – সম্পাদক রাজু নির্বাচিত
oplus_0
রায়পুরে মোবাইল এসোসিয়েশন বার্ষিক নির্বাচনে ইমতিয়াজ আরিফ সভাপতি (আল নুর টেলিকম) ও রাজু আহমেদ (তরঙ্গ টেলিকম) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার রাজু আহমেদ নির্বাচিতদের নাম ঘোষণা করেন।নির্বাচন কমিশন সূত্র জানায়, ২৮ শে সেপ্টেম্বর রায়পুর মোবাইল এসোসিয়েশনের বার্ষিক নির্বাচন রায়পুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ টি পদে মধ্যে ৫ জন নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যান্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দেবনাথ(ফ্রেন্ডস টেলিকম) ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক তুহিন হোসেন (তায়েফ টেলিকম)ও কোষাধ্যক্ষ মাকসুদুল আলম(নাহার টেলিকম) নির্বাচিত হন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৩ জন। সভাপতি পদে ইমতিয়াজ আরিফ ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইমরান হাসমি পেয়েছেন ১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বিতা করেন ৩ জন। ২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাজু আহমেদ। নিকটতম প্রতিদ্বন্দ্বি কামাল হোসেন রাজু পেয়েছেন ১৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সঞ্জয় দেবনাথ ৩২ ভোট পেয়ে বিজয়ী হন। নিকট তম প্রতিদ্বদ্বি ইমাম হোসেন পেয়েছে ২৬ ভোট৷ প্রধান নির্বাচন কমিশনার জানান বাকি ৬ জন সদস্যদের নাম ঘোষণা করা হবে আগামী ৭ দিনের মধ্যে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সহকারী নির্বাচন কমিশনার সাহাদাত হোসন,সৌরভ মিজি, রায়পুর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার ঢালী,সম্পাদক এম আর সুমন,ওয়ান টেলিকম এর স্বাধিকারী রুপম সাহা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, মোবাইল ব্যবসায়ি বৃন্দ।
নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দেবনাথ বলেন, রায়পুর উপজেলার সকল মোবাইল ব্যবসায়িদের কাছে আমি কৃতজ্ঞ। সবাই আমার উপর বিশ্বাস রেখে যে গুরু দ্বায়িত্ব দিয়েছেন তা আমি বিশ্বস্ততার সাথে পালন করবো। আমাদের এ মোবাইল ব্যবসার মান উন্নয়নে আমি ও আমরা সভাপতি, সম্পাদক সহ সবাইকে নিয়ে কাজ করে যাবো।
মোবাইল অ্যাসোসিয়নের সাধারণ সম্পাদক রাজু বলেন, ক্রেতা ও আমাদের সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আমরা ঐক্যবদ্ধ।
নবনির্বাচিত সভাপতি আরিফ বলেন, নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই যোগ্য। যারা দায়িত্ব পেয়েছেন তাদের দায়িত্ব আরো বেড়ে গেল।
ট্যাগ :