প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৪, ৫:২৮ পি.এম
রায়পুর প্রেসক্লাবের আনোয়ার সভাপতি – সম্পাদক সুমন নির্বাচিত।
২০২৪-২৫ বর্ষ রায়পুর প্রেসক্লাব এর সভাপতি পদে আনোয়ার হোসেন ঢালী ও সাধারণ সম্পাদক এম আর সুমন নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৫ই জানুয়ারি) রায়পুর প্রেসক্লাবের কার্যালয়ে নির্বাচন ও ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহর সভাপতিত্বে, নির্বাচন কমিশনারবৃন্দ মিজান মোল্লা, মোস্তফা কামাল ও হারুনুর রশিদের উপস্থিতিতে নির্বাচন কার্যক্রম শুরু হয়।
বিকাল ৫টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী জামশেদ কবির বাক্কীবিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ, পৌর মেয়র গিয়াসউদ্দীন রুবেল ভাট ,প্রফেসার আমানত হোসেন দিদার ,এসিল্যান্ড মনিরা খাতুন, ওসি ইয়াসিন ফারুক মজুমদার ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, রায়পুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাইয়েদ জুটন,প্রেসক্লাব লক্ষ্মীপুর এর সাবেক সাধারন সম্পাদক আঃমালেক, বিটিভি জেলা প্রতিনিধি জহির উদ্দীন,জহিরুল ইসলাম শিবলু,ইমরান হোসেন প্রমুখ।
নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি তাবারক হোসেন আজাদ (যুগান্তর ), মিজানুর রহমান মোল্লা (সমকাল), যুগ্ম-সম্পাদক হারুনুর রশিদ (আমার সংবাদ), সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সজিব (ভোরের পাতা ), কোষাধ্যক্ষ মিজানুর রহমান মঞ্জু (খোলা কাগজ), নির্বাহী সদস্য কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ, মাহবুবুল আলম মিন্টু, মোঃ মোস্তফা কামাল, কামাল উদ্দিন ও মুকুল পাটওয়ারী নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রেসক্লাবের নির্বাচন কমিশনার মোস্তফা কামাল। এ সময় প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ সহ রায়পুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় অতিথিবৃন্দরা বক্তব্য প্রদান করেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829