প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৪, ১১:০৯ পি.এম
রায়পুর পৌর বিএনপি’র আহ্বায়ক জিলানী – আলমাস সদস্য সচিব মনোনীত
লক্ষ্মীপুরের রায়পুর পৌর বিএনপি'র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত রোববার দিবাগত রাতে জেলা বিএনপি’র আহ্বায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমান ও সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু স্বাক্ষরিত লক্ষ্মীপুর সদর পশ্চিম এর ৫৮ সদস্য,রায়পুর উপজেলার ৫৫ ও পৌরসভার ৪৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। সদর উপজেলা (পশ্চিম) বিএনপি: আহবায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, সদস্য সচিব কামরুজ্জামান সোহেল, রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেডএম মাজমুল ইসলাম মিঠু এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সফিকুর রহমান ভুইয়া , অন্যদিকে, পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এবিএম জিলানি এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সফিকুল আলম আলমাস।
কমিটি গঠন প্রসঙ্গে জেলা বিএনপির সদস্য সচিব হাসিবুর রহমান জানিয়েছেন, দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করার পাশাপাশি আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, এই কমিটি দলীয় নীতিমালা ও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কাজ করবে এবং স্থানীয় কর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছেন৷ তৃণমূল নেতা কর্মীরা ।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829