রায়পুর উপজেলা ক্রীড়া সংস্থার প্রথম সভা অনুষ্ঠিত
রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ক্রীড়া মোদী এবং খেলাধূলার সাথে সম্পৃক্ত প্রবীণ ও নবীন ক্রীড়া ব্যাক্তিত্ব, শিক্ষক,ছাত্র সমন্বয়ে গঠিত উপজেলা ক্রীড়া সংস্থা, রায়পুরের ক্রীড়াঙ্গনকে সক্রিয় করার বিষয়ে আজ ২৫ নভেম্বর ২০২৪ দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. ইমরান খান – এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব ফয়জুননেছা পান্না।
শিশু – কিশোর এবং যুবকদের শারীরিক ও মানসিক প্রশান্তি আনা এবং সুস্থ- সুন্দর দেহ গঠনে নিয়মিত খেলাধূলা ও শারীরিক কসরত / ব্যায়াম চর্চা করার প্রয়োজনীয়তা আছে বিধায় –
সভায় রায়পুর উপজেলার ক্রীড়াঙ্গনকে শৃঙ্খলার সাথে ঢেলে সাজাবার জন্য উপস্থিত সদস্যদের কাছথেকে বিভিন্ন প্রস্তাবনা আসে এবং তা বাস্তবায়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন – মানবিক বোধ সম্পন মানুষ গড়তে হলে শিশু- কিশোর এবং যুবদের একাডেমীক শিক্ষার পাশাপাশি নিয়মিত ধর্মীয় জ্ঞান আহরণ, খেলাধূলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চা এবং বই পড়ায় বেশি বেশি সময় দেওয়া প্রয়োজন। এক্ষেত্রে অভিভাবক, স্কুল, মাদ্রাসা এবং কলেজ শিক্ষকগন বিশেষ ও কার্যকরী ভূমিকা রাখতে পারেন, তিনি সামাজিক ভালো কাজে সচেতন মহলের এগিয়ে আসার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন,প্রাক্তন খেলোয়াড় ও বর্তমান বাফুফে সদস্য শফিকুল আলম আলমাস,এমদাদুল হক,মাজহারুল ইসলাম, মনিরা মুক্তা, সুলতানা জোবেদা খানম, ফয়জুন্নেছা, শঙ্কর মজুমদার,মেহেদী হাসান জিহান, ওমর ফারুক,আহমেদ ফয়েজ, দোলন চন্দ্র কুরী।
ট্যাগ :