ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রায়পুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিশু,ঘাতক চালক পলাতক

   লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাকের নিচে চাপা পড়ে মো. মুসা নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সোনাপুর চৈতাইল্যা দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রায়পুর থানার উপপরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

শিশু মুসা সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের হায়দর আলী ব্যাপারী বাড়ির শাহাদাত হোসেন ও ফাতেমা আক্তারের ছেলে। তারা এক ভাই ও এক বোন। সে ওই এলাকার পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ত।

শিশুটির মামা নুর হোসেন বলেন, সকাল ৯টার দিকে ফুপাতো ভাইয়ের সঙ্গে দোকানে খাবার কেনার উদ্দেশ্যে বের হয় মুসা। তারা দুজন আগে-পিছে রাস্তা পার হচ্ছিল। ওই সময় লক্ষ্মীপুর থেকে রায়পুরগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। স্থানীয়রা ট্রাকটি আটক করে।

রায়পুর থানার উপপরিদর্শক আমির হোসেন বলেন, ‘মরদেহটি উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

ট্যাগ :

‘দাতুক’ খেতাবধারী এক বাংলাদেশি গ্রেফতার

রায়পুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিশু,ঘাতক চালক পলাতক

আপডেট : ১২:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

   লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাকের নিচে চাপা পড়ে মো. মুসা নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সোনাপুর চৈতাইল্যা দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রায়পুর থানার উপপরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

শিশু মুসা সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের হায়দর আলী ব্যাপারী বাড়ির শাহাদাত হোসেন ও ফাতেমা আক্তারের ছেলে। তারা এক ভাই ও এক বোন। সে ওই এলাকার পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ত।

শিশুটির মামা নুর হোসেন বলেন, সকাল ৯টার দিকে ফুপাতো ভাইয়ের সঙ্গে দোকানে খাবার কেনার উদ্দেশ্যে বের হয় মুসা। তারা দুজন আগে-পিছে রাস্তা পার হচ্ছিল। ওই সময় লক্ষ্মীপুর থেকে রায়পুরগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। স্থানীয়রা ট্রাকটি আটক করে।

রায়পুর থানার উপপরিদর্শক আমির হোসেন বলেন, ‘মরদেহটি উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’