প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৪, ৩:৫৭ পি.এম
রায়পুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ মা-ছেলে আটক
মাহবুব হোসেন (রনি): লক্ষ্মীপুরের রায়পুরে মাদকদ্রব্যসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী। তারা হলেন পরান হোসেন ও তার মা মোছা. ফতেজা বেগম।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধায় রায়পুর পৌরসভার নর্দমা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, নর্দমা বাজার এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে পরান ও ফতেজাকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, একটি চাইনিজ কুড়াল, একটি ফিংগার ব্লেড ও দেশীয় ছুরি জব্দ করা হয়। জব্দকৃত সরঞ্জামাদিসহ আটকদের রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেছে। মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রাতেই লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয় ৷
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829