লক্ষ্মীপুর প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভুঁইয়ার পক্ষ থেকে কেরোয়া ইউনিয়ন যুবলীগ নেতা নিশান পাটোয়ারীর উদ্যোগে ৬০’জন নিম্ন আয়ের মানুষের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
রবিবার (৩১ মার্চ ) বিকালে রায়পুর উপজেলার ৬ নং কেরোয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন ৬ নং কেরোয়া ইউনিয়ন যুবলীগ নেতা তানজু চৌধুরী ও পারভেজ ভূইয়া।
যুবলীগ নেতা নিশান বলেন,কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে লক্ষীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভুঁইয়ার পক্ষ থেকে সমাজের পিছিয়ে পড়া নিম্ন আয়ের ৬০ জন নারী পুরুষের মাঝে তৈল, ডাল, চিনি, ছোলা, মুড়ি, রশুন, পেঁয়াজ, খেজুর ইত্যাদি বিতরণ করেছি, মানবিক এ সহায়তা চলমান থাকবে ইনশাআল্লাহ।