
লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস ও জাতীয় স্বাস্থ্য সেফটি দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান খানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। রায়পুর থানার ওসিস নিজাম উদ্দিন ভূঁইয়া, মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, আরডিও আব্দুস সাত্তার, রায়পুর পৌরসভার হিসাব রক্ষক নূরে হেলাল মামুন সহ সরকারি সকল কর্মকর্তারা ও সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ স্লোগানের মধ্য দিয়ে মালিক ও শ্রমিক ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।