ঢাকাবুধবার , ২১ আগস্ট ২০২৪
  1. International
  2. অপরাধ
  3. আত্মহত্যা
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আমাদের সম্পর্কে
  7. ইসলাম
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চিকিৎসা
  11. জাতীয়
  12. ত্রাণ
  13. ত্রাণ বিতরণ
  14. দিনলিপি
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরে বিএনপি ও সহযোগী সংগঠনের ত্রান বিতরণ কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২১, ২০২৪ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

  ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে প্রবল বন্যা দেখা দিয়েছে দেশের দক্ষিণাঞ্চলের জেলা লক্ষ্মীপুরেও । এতে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার জনপদের লক্ষাধিক মানুষ।

রায়পুর উপজেলার প্রাকৃতিক বিপর্যয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া। আবুল খায়ের ভূইয়ার নির্দেশনা ও সাবেক মেয়র এবিএম জিলানীর সার্বিক সমন্বয়ে আজ ২১ই অগাস্ট বিকালে রায়পুর উপজেলা জুড়ে ত্রাণ বিতরণ করা হয়।

রায়পুর পৌরসভা ৮নং ওয়ার্ড এলাকায় ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করেন
পৌর সেচ্চাসেবক দল এর আহ্বায়ক রিপন মিয়াজি,পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মামুন সর্দার,উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহাবুব হোসন ফাহিম,

কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাকির, পৌর তাঁতি দলের সদস্য সচিব পিন্টু , পৌর যুবনেতা রুবেল,আব্দুল্লাহ আল রিয়াদ কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক,কৃষক দল নেতা মোবারক প্রমুখ।

পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিফোন মিয়াজি বলেন, লক্ষ্মীপুর আসনের গণমানুষের নেতা ও সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া ও পৌরসভা বিএনপি’র সভাপতি এবিএম জিলানীর সার্বিক দিক নির্দেশনায় আমরা ত্রাণ কার্যক্রম শুরু করেছি।

প্রসঙ্গত, দ্বিতীয় দফা বন্যা ও পানিবন্দী উপজেলার লক্ষাধিক মানুষ। গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙনের ফলে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে লক্ষ্মীপুরের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!