প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৪, ৮:৩৩ পি.এম
রায়পুরে বন্যার্ত ৬১০ পরিবারের মাঝে উপজেলা কৃষক দল নেতা জাকিরের ত্রান-সাহায্য বিতরণ
-
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বন্যায় দুর্গতদের মাঝে খাদ্যদ্রব্যসহ ত্রাণ সামগ্রী বিতরণ করছে জাতীয়তাবাদী কৃষক দল। রবিবার ( ০৮সেপ্টেম্বর) রায়পুর উপজেলার ০৮ নং দক্ষিণ চর বংশী ইউনিয়নের পানি বন্দী মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রায়পুর উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ জাকির হোসেন আরিফের নেতৃত্বে ৭ম ধাপে হাজিমারা বাজার সংলগ্ন আশ্রায়ন প্রকল্প (সুকালয়) এ বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০ টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। এ নিয়ে সর্বমোট ৬১০ টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন তিনি।লক্ষ্মীপুর ০২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, আবুল খায়ের ভূইয়ার নির্দেশনায় বন্যার্তদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ০৮নং দক্ষিন চরবংশী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আফসার উদ্দিন , ০৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সিরাজ সরদার সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকগন।রায়পুর উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ জাকির হোসেন আরিফ বলেন, লক্ষ্মীপুর ০২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব আবুল খায়ের ভূইয়ার নির্দেশনায় জনগণের জানমালের নিরাপত্তা ও সহযোগিতায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। গত ৭দিনে প্রায় ৬১০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছি। কৃষক দলের নেতাকর্মীরা বন্যাদুর্গত মানুষের সহযোগিতায় সর্বত্মকভাবে পাশে থাকবে।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829