ঢাকাসোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪
  1. International
  2. অপরাধ
  3. আত্মহত্যা
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আমাদের সম্পর্কে
  7. ইসলাম
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চিকিৎসা
  11. জাতীয়
  12. ত্রাণ
  13. ত্রাণ বিতরণ
  14. দিনলিপি
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরে বন্যার্ত ৬১০ পরিবারের মাঝে উপজেলা কৃষক দল নেতা জাকিরের ত্রান-সাহায্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

  • রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বন্যায় দুর্গতদের মাঝে খাদ্যদ্রব্যসহ ত্রাণ সামগ্রী বিতরণ করছে জাতীয়তাবাদী কৃষক দল। রবিবার ( ০৮সেপ্টেম্বর) রায়পুর উপজেলার ০৮ নং দক্ষিণ চর বংশী ইউনিয়নের পানি বন্দী মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রায়পুর উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ জাকির হোসেন আরিফের নেতৃত্বে ৭ম ধাপে হাজিমারা বাজার সংলগ্ন আশ্রায়ন প্রকল্প (সুকালয়) এ বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০ টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। এ নিয়ে সর্বমোট ৬১০ টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন তিনি।লক্ষ্মীপুর ০২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, আবুল খায়ের ভূইয়ার নির্দেশনায় বন্যার্তদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ০৮নং দক্ষিন চরবংশী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আফসার উদ্দিন , ০৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সিরাজ সরদার সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকগন।রায়পুর উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ জাকির হোসেন আরিফ বলেন, লক্ষ্মীপুর ০২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব আবুল খায়ের ভূইয়ার নির্দেশনায় জনগণের জানমালের নিরাপত্তা ও সহযোগিতায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। গত ৭দিনে প্রায় ৬১০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছি। কৃষক দলের নেতাকর্মীরা বন্যাদুর্গত মানুষের সহযোগিতায় সর্বত্মকভাবে পাশে থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!