মোঃওয়াহিদুর রহমান মুরাদ:
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের একটি বাগানের পাঁচ শতাধিক সুপারি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে গাছে থাকা প্রায় এক লাখ টাকার সুপারিও লুটে নেয়া হয়েছে।
সোমবার রাতে শহরের ২ নম্বর ওয়ার্ডের দেনায়েতপুর গ্রামের পাটোয়ারীর নদীর পাড় সড়কের পাশে এ ঘটনা ঘটে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী মালিকের।
বাগান মালিক রফিকুল ইসলামের ছেলে মাজারুল ইসলাম রিয়াজ বলেন, মঙ্গলবার সকালে সুপারি পাড়তে বাগানে গিয়ে দেখি ৫০০ গাছের চারা কাটা। কে বা কারা এসব গাছ কেটেছে তা বলতে পারছি না। কারো সঙ্গে আমাদের বিরোধও নেই। তবে স্থানীয় দেলোয়ার পাটোয়ারী ও বাবুল হোসেন এসব গাছ কাটতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান রিজভী বলেন, গাছ কাটার বিষয়টি সরেজমিনে এসে পরিদর্শন করেছি। তবে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পৌর শহরের দেনায়েতপুর এলাকার পাটওয়ারী বাড়ির ইটের রাস্তাটি ২৫ লাখ টাকা ব্যয়ে পাকাকরণের জন্য সম্প্রতি পৌরসভা থেকে দরপত্র আহ্বান করা হয়। রাস্তাটি ৫ ফুট থেকে ১০ ফুটে উন্নীত করার কথা। এ কাজের জন্য দুপাশের বাগানের সহস্রাধিক সুপারি গাছ কাটা প্রয়োজন হয়ে পড়ে। পাটওয়ারী বাড়ি ও আশপাশের লোকজন গাছ কাটতে রাজী হলেও রফিকুল ইসলামসহ কয়েক জন রাজী হচ্ছিলেন না। গতকাল সোমবার বিকেলে পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট সরেজমিন গিয়ে দুপক্ষের লোকজনের সঙ্গে কথা বলে বিরোধ মেটাতে তৎপরতা চালান। ওই রাতেই এ ধরনের ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে, প্রায় ৫০০ সুপারি গাছ কেটে এলোপাতাড়ি ফেলে রাখা হয়েছে। শুধু এক পাশের গাছগুলোকেই কেটে রাখা হয়েছে। নিয়মানুযায়ী বর্তমান অবস্থান থেকে দুপাশেই সমভাবে রাস্তাটির প্রস্থ বাড়ার কথা। কিন্তু পাটওয়ারী বাড়ির বাসিন্দাদের গাছ না কেটে অন্যদের গাছগুলো বেছে বেছে কাটা হয়েছে।
পাটওয়ারী বাড়ির বাসিন্দা দেলোয়ার হোসেন পাটওয়ারী বলেন, ‘রাতের আঁধারে কে বা কারা গাছ কেটে সুপারি নিয়ে গেছে তা আমরা জানি না। তবে আমরা চাই রাস্তাটি প্রশস্ত করে পাকা করা হোক।’
এই রাস্তা টেন্ডার হয়েছে দাবী করে ঠিকাদার মেহেদী হাসান শিশির পাঠান বলেন, রাস্তার জন্য পৌরসভা থেকে টেন্ডার হয়েছে। রাস্তার দুপাশের গাছের জন্য কাজ করা যাচ্ছে না। আজ মঙ্গলবার পৌরসভায় গাছের মালিকদের বসার কথা ছিলো পৌর মেয়রের সাথে। রাস্তার জন্য গাছ কাটার বিষয়টি তিনি অবগত নন বলে জানান।
রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান জাহাঙ্গীর বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।