রায়পুর উপজেলা ও পৌর এবং কলেজ ছাত্রদলের উদ্যোগে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে রবিবার ১লা জানুয়ারি বিকেলে।
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঠেকাতে সকাল থেকেই রায়পুর থানা পুলিশের মোড়ে মোড়ে কঠোর অবস্থানে সতর্ক ছিলো।
উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার এর বাসভবনে অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও পরে নেতা - কর্মীদের সংঘাত এড়াতে বাসস্ট্যান্ডের একটি রেস্টুরেন্টে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রায়পুর উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার প্রধান অতিথি ছিলেন, বিশেষ অতিথি ছিলেন, রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু রায়পুর পৌর বিএনপি সভাপতি এবিএম জিলানী রায়পুর পৌরো বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জাহের মিয়াজী। রায়পুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুনসুর জিলানী নোমান। রায়পুর উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান হৃদয়। রায়পুর পৌর ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশাত।
রায়পুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিফাত।
পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ সোহাগ হোসেন প্রমুখ।
উল্লেখ্য,সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বিএনপির প্রতিষ্ঠা করেন, তখন তিনি ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করার জন্য এর একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা অনুভব করেন। তাই তিনি ১ জানুয়ারি ১৯৭৯ সালে কেন্দ্রীয়ভাবে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তখনকার সময়ে জিয়াউর রহমানের জনপ্রিয়তার জন্য অনেক তরুন অনুপ্রানিত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন।