নবনির্মিত রায়পুরে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে রায়পুর পাবলিক লাইব্রেরী ও ফিটনেস ক্লাবের এবং উপজেলা প্রশাসন রায়পুর এর আওতাধীন বাসাবাড়ি বাজারে উন্মুক্ত বাজার শেড এর শুভ উদ্বোধন জেলা প্রশাসক মোঃআনোয়ার হোছাইন আকন্দ। মঙ্গলবার বিকালে অনুষ্ঠান দুটি রায়পুর উপজেলা প্রশাসনের ব্যানারে আয়োজিত হয়।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃআনোয়ার হোছাইন আকন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ,রায়পুর পৌর মেয়র গিয়াসউদ্দীন রুবেল ভাট,রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাস, সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড রাসেল ইকবাল প্রমুখ।