লক্ষ্মীপুরে রায়পুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে রায়পুর উপজেলা ও পৌরসভা শাখার সম্মেলন দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ১৩ই এপ্রিল বৃহস্পতিবার বিকাল চারটায় ।
রায়পুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি পদে কাউন্সিলার আনোয়ার হোসেন বাহার এবং সাধারন সম্পাদক পদে হাসানুজ্জামান চৌধুরী পুনরায় নির্বাচিত হয়েছেন এবং রায়পুর পৌর জাতীয় পার্টির সভাপতি পদে বোরহান উদ্দিন এবং সাধারন সম্পাদক মোঃইকবাল হোসেন পদে মনোনীত হয়েছেন।
জাতীয় পার্টির উদ্যোগে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এমরান হোসেন মিয়া প্রেসিডিয়াম সদস্য ও প্রধান সমন্বয়কারী লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টি ,বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ উল্লাহ সাবেক এমপি ও জাতীয় চেয়ারপারসনের উপদেষ্টা ,মনিরুল ইসলাম মিলন ,মাহমুদুর রহমান মাহমুদ , এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় চেয়ারপার্সনের উপদেষ্টা সদস্য সম্মেলন প্রস্তুতি কমিটির উপজেলা জাতীয় কমিটির যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম শাহাজাদা, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক বোরহান উদ্দিন মিঠু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন । বোর জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন বাহার ও সঞ্চালনায় ছিলেন হাসানুজ্জামান চৌধুরী সাধারন সম্পাদক উপজেলা জাতীয় পার্টি।