ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রায়পুরে জমি দখল ও মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

oplus_0

লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতিয়া নদী দখল, জমি দখল, চাঁদাবাজি, নৈরাজ্য বন্ধের প্রতিবাদে ডাক দেয় সচেতন নাগরিকবৃন্দ।

সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ থেকে ঘণ্টাব্যাপী রায়পুর থানার সামনে মানববন্ধনে সোনাপুর ইউনিয়নের বাসা বাড়ি এলাকায় আদালতের নিষ্পত্তি হওয়া একটি জায়গায় দলীয় প্রভাব বিস্তার করে জবরদখল ও মারধরের অভিযোগ এনে বক্তব্য প্রদান করেন ভুক্তভোগী এক  নারী।

এছাড়াও রায়পুর সরকারি হাসপাতালে ডাক্তার ও নার্সদের চরম সংকটসহ নানা অনিয়ম চলছে।

দখলদারিত্বের রাজনীতির পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন রায়পুর সচেতন নাগরিক পরিষদের সংগঠক ও ছাত্র নেতা হাসান আল মেহেদি এ মন্তব্য করেন।

মানববন্ধনে ছাত্র নেতারা আরও বলেন, রায়পুরে চাঁদাবাজি আর দখলদারত্বের রাজনীতির যে পুনর্বাসন হচ্ছে এর পরিণতি ভালো হবে না। জনমনে ক্ষোভের জন্ম দিয়ে কোনো রক্ষা হবে না।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন লোকজনের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর করেছে বলে অভিযোগ ওঠে। ডাকাতিয়া নদীর দুপাশ, মাছঘাট, সড়কে চাঁদাবাজি, অন্যের এবং চরের জমি দখলের ঘটনা শুরু হয়েছে।

মানববন্ধনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার ফয়সাল বলেন, চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসে, তবে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন। আজকে বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশিত হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণ করেন ছাত্রনেতা হাসান আল মেহেদী, হোসাইন মোহাম্মদ আনোয়ার, মাসুদ বাগানী, জালাল আহমেদ রুমি ও নাসির আল ইমরান প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের উত্তরচরবংশী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটির বিলুপ্ত  

রায়পুরে জমি দখল ও মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট : ০৫:০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতিয়া নদী দখল, জমি দখল, চাঁদাবাজি, নৈরাজ্য বন্ধের প্রতিবাদে ডাক দেয় সচেতন নাগরিকবৃন্দ।

সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ থেকে ঘণ্টাব্যাপী রায়পুর থানার সামনে মানববন্ধনে সোনাপুর ইউনিয়নের বাসা বাড়ি এলাকায় আদালতের নিষ্পত্তি হওয়া একটি জায়গায় দলীয় প্রভাব বিস্তার করে জবরদখল ও মারধরের অভিযোগ এনে বক্তব্য প্রদান করেন ভুক্তভোগী এক  নারী।

এছাড়াও রায়পুর সরকারি হাসপাতালে ডাক্তার ও নার্সদের চরম সংকটসহ নানা অনিয়ম চলছে।

দখলদারিত্বের রাজনীতির পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন রায়পুর সচেতন নাগরিক পরিষদের সংগঠক ও ছাত্র নেতা হাসান আল মেহেদি এ মন্তব্য করেন।

মানববন্ধনে ছাত্র নেতারা আরও বলেন, রায়পুরে চাঁদাবাজি আর দখলদারত্বের রাজনীতির যে পুনর্বাসন হচ্ছে এর পরিণতি ভালো হবে না। জনমনে ক্ষোভের জন্ম দিয়ে কোনো রক্ষা হবে না।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন লোকজনের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর করেছে বলে অভিযোগ ওঠে। ডাকাতিয়া নদীর দুপাশ, মাছঘাট, সড়কে চাঁদাবাজি, অন্যের এবং চরের জমি দখলের ঘটনা শুরু হয়েছে।

মানববন্ধনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার ফয়সাল বলেন, চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসে, তবে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন। আজকে বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশিত হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণ করেন ছাত্রনেতা হাসান আল মেহেদী, হোসাইন মোহাম্মদ আনোয়ার, মাসুদ বাগানী, জালাল আহমেদ রুমি ও নাসির আল ইমরান প্রমুখ।