প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৪, ১১:০৮ এ.এম
রায়পুরে ছাত্রদলের পক্ষ থেকে মেধাবীদের পাঠ্যপুস্তক উপহার সামগ্রী বিতরন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে রুস্তম আলী ডিগ্রী কলেজে মেধাবীদের মাঝে পাঠ্যপুস্তক এবং উপহার সামগ্রী বিতরন করা হয়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাঝে পাঠ্যপুস্তক ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুস্তম আলী ডিগ্রি কলেজের সভাপতি শিহাব।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান রিফাত, উপজেলা ছাত্রদলের যুগ-আহবায়ক কবির, রাসেল আরাফাত। যুবদল নেতা জাহাঙ্গীর।
উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান হৃদয় বলেন, আমাদের লক্ষ্য একটি বৈষম্যহীন সমাজ করে তোলা। একটি ইতিবাচক রাজনীতি গড়ে তোলা। এবং কোন ধরনের সন্ত্রাস চাঁদাবাজি দখলদারিত্ব আমরা দেখতে চাই না। আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য রাজনীতি করতে চাই। যেখানে ভয় থাকবে না, জোর করে কাউকে মিছিলে নিতে পারবে না। একটি আধুনিক সমাজ বিনির্মাণে আমরা কাজ করবো
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829