প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৪, ১:৩৫ পি.এম
রায়পুরে গুহা রেস্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টার উদ্বোধন করলেন খায়ের ভূঁইয়া
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা পরিষদ এর সম্মুখে গুহা রেস্টুরেন্ট এবং কনভেনশন সেন্টার উদ্বোধন হয়েছে রবিবার (১লা ডিসেম্বর ) দুপুরে।
রেস্টুরেন্টটি উদ্বোধন করেন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুইয়া।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে রেস্টুরেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ফরহাদ মিয়াজির সঞ্চালনায় বক্তব্য রাখেন রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী, রায়পুর থানার ওসি নিজামদ্দিন, রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সৈয়দ রাশেদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বেপারী, আওলাদে রাসুল যায়েদ উদ্দিন তাহেরী প্রমুখ।
এর আগে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, গুহা চাইনিজ এন্ড কনভেনশন সেন্টার এর কর্ণধর মেহেদী হাসান জিয়ন, বোরহানউদ্দিন, সোহান, ফাহিম, পীরজাদা সালাউদ্দিন বাবু।
প্রধান অতিথির বক্তব্য আবুল খায়ের ভুইয়া বলেন, দেশে খাদ্যে এত ভেজাল দেওয়া শুরু হয়েছে যে মানবিকতা বলতে এখন আর কিছু নাই। ফল খেতে যেয়ে দেখি একই অবস্থা সেখানেও দীর্ঘদিন ফল থেকে যায় ভালো। তাই এই রেস্ট্রুরেন্ট ভোজন রসিকদের কথা চিন্তা করে খাবারে আন্তরিক হবেন।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829