মোঃওয়াহিদুর রহমান মুরাদ :
রায়পুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তহমিনা খাতুন উপজেলার কৃষকদের এলাকা এলাকায় যেয়ে দেশে খাদ্য ঘাটতির বিষয়টি তুলে ধরে প্রতিনিয়ত কৃষকদের উদ্বুদ্ধ করছেন সিজনাল ফসল উৎপাদনের জন্য।
গত এক সপ্তাহে তারই ধারাবাহিকতায় রায়পুর উপজেলার কৃষকদের মাঝে উপজেলা কৃষি বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশের সভাপতিত্বে রবি/২০২২-২৩ অর্থবছরে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবদাম, সয়াবিন, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের কার্যক্রম করা হয়। এছাড়াও " সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের" আওতায় ৫০% ভর্তুকি মূল্যে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও প্যাকেটজাত করনের আধুনিক কৃষি যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার (৩ টি) বিতরন করা হয় কৃষকদের কাছে।
রবি/২০২২-২৩ অর্থবছরে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবদাম, সয়াবিন, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় উপজেলা কৃষি অফিস থেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ, তার অনুপস্থিততে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ, পৌর মেয়র গিয়াসউদ্দীন রুবেল, এসিল্যান্ড রাসেল ইকবাল, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, পল্লী সঞ্চয় ব্যাংক এর ব্যবস্থাপক ফাতেমা শিরিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিপু সুলতান, কমিশনারবৃন্দ সহ অন্যান্যরা।
কৃষিবিদ তাহমিনা খাতুন রায়পুর উপজেলার সার্বিক কৃষি ও কৃষক নিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশে খাদ্য উৎপাদন বাড়াতে জেলায় জেলায় কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জোর তাগিদ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা অফিস থেকে মাঠ পর্যায়ে উপ - সরকারী কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবদায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি অর্থকারী ফসল গুলো উৎপাদনে বীজ ও সার দিয়ে সহযোগিতা করে। বর্তমানে ৩৯৭০ জন কৃষককে প্রণোদনা দেয়া হয়েছে।